একটা কবিতা লিখতে চেয়েছিলাম,
খাতায় হাজার পাতা ছিল,
হাতে ছিল যথেষ্ট সময়,
আমি ছিলাম তখন নিরালায় একলা।
স্মৃতিচারণে উত্তেজিত হয়েছিলাম,
কলম হাতে লয়ে আক্কেলগুড়ুম হয়েছিল,
কালি ছিল না, নিব ছিল ভাঙা,
হন্যের মত দোয়াত খুঁজে পেয়ে হতাশ্বাস হয়েছিলাম,
কয়েক হায়ন আগে হয়তো কেউ কিনেছিল,
বুক ভরে দীর্ঘশ্বাস টেনে স্বগতোক্তি করেছিলাম,
কেউ এক ফোঁটা কালি দিলে তাকে ছন্দে বন্দি করতাম,
মানসী, তুমি তখন সানন্দে বলেছিলে এই নাও,
তোমার কবিতায় আমি অমর হতে চাই।
এক হায়ন আগে এই ছবি এডিট করেছিলাম।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৫