"কে যেন একবার বলেছিলেন, দেশে যারা রাজনীতি করে তাদেরকে অন্তত একবার জেলে যেতে হয়।"
জেলের অবস্থা খারাপ। মারতে মারতে আধমরা করে। খানি পানিতে বিষ থাকে। সাপ বিচ্ছু ইঁদুরের সাথে ঘুমাতে হয়।
ধানে বিষ, আমে বিষ, কাঁঠালে বিষ, সবজিতে বিষ, মাছে বিষ, মাংসে বিষ। এত বিষ খেয়ে বিষাক্ত হয়ে মরিমিরি করে অন্যের হাত ধরে হাসপাতালে গেলে ঔষধের বদলে বিষ গিলে মরতে হয়।
কবে যে আক্কেল হবে?
ইঁদুর মারার বিষ দিয়ে মাছ শুকিয়ে শুঁটকি বানায়। বিষাক্ত রঙে রাঙা জলে ডুবিয়ে মাছ সবজি সতেজ রাখে।
গরিবরা এমনিতে উপোস মরে যায়, ওরা তো বিষাক্ত খাবার খেয়ে বিষাক্ত জলে নেয়ে এবং কালো টাকা দিয়ে বিষাক্ত দাওয়াই কিনে অন্য দেশে যেয়ে মর।
হায়রে বুদ্ধি তুমি কেন যে দুর্বুদ্ধি হলে?
সত্যবাদিকে শয়তানেও ডরায়। সত্যাসত্য নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে আমরা এড়িয়ে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
নির্ভেজাল ডিজেল এবং খাঁট ভঁইসা ঘি চাইলে সত্যকে বিস্তার করতে হবে।
মনে রাখবেন, ধীরে ধীরে বাতাস দুষিতে হচ্ছে। সব বিষাক্ত হলে আস্তে আস্তে সব ভেস্তে যাবে।
লেখা আমার, ছবি কার জানি না, নেটে পেয়েছি।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭