ছড়িয়ে পড়ছে গোষ্ঠীহিংসা, সিপাহিদের ঘোড়া। দুলছে কারো মন লুণ্ঠনের আশায়। মাঠে মাঠে দখলের খেলা, ভাতৃবধের রক্ত। কলিজা চূর্ণ করার সম্মোহন শক্তি বধির ইস্পাতে। পাশে ছেলেমেয়েদের খেলনা পুতুল; রেহেলে গোলাপ পাতার গন্ধ।
আছে যে লোমশূন্য, স্মিত হেসে খঞ্জর চালায় ইমামের গলায়। ক্লান্ত জিহ্বার স্তর ক্লান্ত পিতামহের প্রিয় দৌহিত্র। ’জোরে চালাও জোরে’ সহাস্যে অনুমোদন করে নিয়তির নির্দেশ - মনুষ্য জবাই।
অপেক্ষা করে যে দূরে, সর্বকালে সমস্ত সময়ে- তার চোখে ঝুলে সিংহাসনের মায়া। জান বাজি ধরে দৌড়ায় ভাড়াটে কাতেল। পূর্বে বা পশ্চিমে সরকারি বা বেসরকারি দলে, বাড়ির পাশে ঝোপজঙ্গলে- লুকিয়ে থাকে বন্ধুবেশে বিছানার পাশে, বঙ্গদেশে।
কে যায় মস্তক হাতে, অন্ধকারে ঘোড়া করে দূরে। চেনা জানা, কাছে থাকা অ্যাসাস্সিন, শিমার।
০৩/০৬/২০১০