somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি নেশায় লটকে আছি এখানে কে জানে!

২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানিং ব্লগে ঢুকলে কিছুটা হতাশা লাগে। সকাল আটটায় একটা লেখা দিলে সেটা রাত আটটা অব্দি প্রথম পাতায় থাকে! ব্লগে লগড ইন থাকে ১৭ জন ব্লগার। সংখ্যাটা মাঝে মধ্যে ৫৩ হয়, কিন্তু ৬০ পেরুতে সচারচর দেখি না। 'ভিজিটর' 'মোবাইল থেকে' মিলিয়ে মোট ২০০ ২৫০ জন অনলাইনে থাকে। ফেসবুকের এই যুগে এরকম অবস্থা অনেকেই মেনে নিতে পারছেন না। এ কারণে অনেকে ঘোষণা দিয়ে অনেকে না দিয়ে, নিরবে নিভৃতে ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন। সম্প্রতি ব্লগার চাঁদগাজী একটা পোস্ট দিয়েছেন ‘ব্লগ ছেড়ে যাবেন না, ব্লগ ছাড়লে আপনাকে কেহ চিনবেন না’। কিন্তু অনেকেই মনে হচ্ছে এই ২০০ থেকে ২৫০ জনের কাছে পরিচিত হওয়ার জন্য এই দীর্ঘ সাধনা করতে প্রস্তুত নন। সুতরাং ব্লগার কমছে।

তবুও ব্লগার ইফতেখার চৌধুরী, রেজা ঘটক, নতুন, সোহানী, বিডি আইডল, সোনাবীজ, রাজীব নুর, সাহাদাত উদরাজী, শায়মা, বিদ্রোহী ভৃগু, পাগলা জগাই, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মানস চৌধুরী, বিএম বরকতউল্লাহ, মোতাব্বির কাগু, জুন, মাহিরাহি, আমি তুমি আমরা, রিংকু ১৯৭৭, রোকসানা লেইস, মারুফ রাশেদ এবং এরকম আরও অনেকের মত আমিও কি এক নেশায় এখানে লটকে গেলাম।

এঁরা সবাই ন্যূনতম দশবছর, কেউ এক যুগ, কেউ আবার চৌদ্দ বছর পার করে ফেলেছেন। বিশেষ কোনো প্রাপ্তির আশা ব্যতিরেকেই এঁদের কেউ নিরবচ্ছিন্নভাবে লিখে যাচ্ছেন, কেউ মাঝে মধ্যে লিখছেন, কেউ একসময় প্রচুর লিখলেও এখন লিখছেন না, তবে লগড ইন থাকেন।

আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার ‘রসট্রাম থেকে’তে বলেছেন- নেশা হলো প্রথম প্রেমের মত, ঘুরে ঘুরে মনে পড়ে। তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন- একসময় আমি পল্টনের এক দোকান থেকে খইনি খেতাম। এখন পল্টনের দিকে গেলে নিজের অজান্তেই গাড়ি ওই খইনির দোকানের দিকে ঘুরে যায়....। (শব্দ-বাক্যে এদিক ওদিক হতে পারে, তবে মূল কথা এটাই)। আমরা যারা এই ব্লগের প্রথম দিকে যুক্ত হয়েছিলাম, আমার মনে হয়, আমাদের ক্ষেত্রে সায়ীদ স্যারের ওই সূত্র কাজ করে। এ জন্যই না লিখতে পারলেও ঢুঁ মেরে যাই ব্লগে। ইন্টারনেট অন করলেই অটোমেটিক্যালি সামহ্যোয়ারইনব্লগডটনেট টাইপ হতে থাকে অ্যাড্রেস বারে।

আমি সাধারণত পিসিতে ব্লগ দেখি। অফিসে বা বাসায় মোবাইলে দেখলে সেটাও ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় থেকেই দেখি, সেলফোন ডাটা ব্যবহার করি না। সম্প্রতি ঢাকার বাইরে বেশ কিছুদিন থাকতে হওয়ায় মোবাইল ডাটা ব্যবহার করে ব্লগে ঢুকতে গিয়ে ব্যর্থ হয়েছি। এখনকার সময়ে মানুষ নিজেই মোবাইল হয়ে গেছে। এ রকম পরিপ্রেক্ষিতে মোবাইলে এক্সেস জটিলতার সমাধান না হলে সামুর ভবিষ্যৎ খুব একটা সুখকর না হওয়ার শংকাই শুধু বাড়তে থাকে। কর্তৃপক্ষ নিশ্চয় বিষয়টা নিয়ে ভাবছেন।

আমাদের দেশের অসংখ্যা গ্রাহক সমাদৃত ব্যবসায়িক পণ্য পরবর্তীতে বাজারে টিকে থাকতে পারেনি। নতুনদের চমকপ্রদ বাজারনীতি এবং উদ্ভাবনী পণ্যমানের ফলে গ্রাহকপ্রিয়তা সত্বেও টিকতে পারেনি ইকোনোর মত জনপ্রিয় কলমও। সামহ্যোয়ারইন ব্লগের পর বাংলাভাষায় যে সব ব্লগ এসেছে, তার কোনোটাই সেভাবে টিকতে পারেনি। আমার মনে হয় এর সম্পূর্ণ কৃতিত্ব এই যে বারো বছর, চৌদ্দবছর পার করে দেয়া অগ্রজ ব্লগার এবং যাঁরা তাঁদের অনুসরণ করে যাচ্ছেন, তাঁদের। তাঁদের ভালোবাসা ব্লগকে শক্তি যুগিয়েছে। কিন্তু দ্রুত জনপ্রিয় হওয়ার ফেসবুকের বিষময় আহ্বান এড়িয়ে এই ২০০-২৫০ জনের সাথে পরিচিত থাকার আশায় কতজন সক্রিয় থেকে চৌদ্দবছর পার করতে পারবেন, এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিনকেদিন বড়ই হচ্ছে।

যদিও এই বিষয়ে মাঝে মাঝেই আলাপ হয়, নতুনত্ব কিছুই নেই। তবুও ওই যে প্রথম প্রেমের অনুভূতির কারণেই আবার লেখা।

ছবি কৃতজ্ঞতা
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
৪৪টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতকে দেশপ্রেমিক শক্তি বলা ইতিহাসের নির্মম রসিকতা: আ স ম রব

লিখেছেন সহীদুল হক মানিক, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৬

‘জামায়াতে ইসলামীকে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বলে আখ্যায়িত‘ করার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘১৯৭১-এ স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে এবং... ...বাকিটুকু পড়ুন

ব্যাকরণবিদ ছাগশাবকগণ

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৭

একদিন দুইজন ব্যক্তি গল্প করছিল। উক্ত দুই ব্যক্তি অত্যন্ত জ্ঞানী ছিল। তারা ব্যাকরণ ভালো জানতেন। তারা হাঁটতে হাঁটতে দেখল দুইটি কাঁঠালপাতা পড়ে আছে। তখন তারা সেই দুইটি পাতা খেলো। তারা... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান, আমেরিকা, জামাত-শিবির আমাদেরকে "ব্যর্থ জাতিতে" পরিণত করেছে।

লিখেছেন জেনারেশন৭১, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭



আজকে সময় হয়েছে, আমেরিকান দুতাবাসের সামনে গিয়ে বলার, "তোরা চলে যা, ট্রাম্পের অধীনে ভালো থাক, আমরা যেভাবে পারি নিজের দেশ নিজেরা গড়বো। চলে যাবার আগে তোদের পাকী... ...বাকিটুকু পড়ুন

=হয়তো কখনো আমরা প্রেমে পড়বো=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৯:০০


পোস্ট দিছি ২২/১২/২১

©কাজী ফাতেমা ছবি

কোন এক সময় হয়তো প্রেমে পড়বো আমরা
তখন সময় আমাদের নিয়ে যাবে বুড়ো বেলা,
শরীরের জোর হারিয়ে একে অন্যের প্রেমে না পড়েই বা কী;
তখন সময় আমাদের শেখাবে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

বর্তমান সরকার কেন ভ্যাট বাড়াতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ১১:১০


জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন আসে। শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে জনগণ ছাত্রদের ডাকে রাস্তায় নেমে আসে শেখ হাসিনার সরকারের পতন ঘটায়। অবশ্য... ...বাকিটুকু পড়ুন

×