এবার সত্যিই লিখলাম।
ব্লগ লিখতে আগে অনেক মজা লাগতো আর আরও বেশি মজা লাগতো পড়তে। কেন জানি আজকাল ২-৩ মিনিট এর বেশি ব্লগ এ থাকতে পারি না।
এর কারন গুলো সবার কাছেই জানা। যেমন একটা সময় ছিল আমাদের দৈনিক পত্রিকা গুলো খুলেই খারাপ সংবাদ পুরো পত্রিকা জুড়ে। ২ মিনিট এই পড়া শেষ। তাও রক্ষা যে পত্রিকা গুলো এখন বেশি বেশি খেলার খবর, তথ্য প্রযুক্তির খবর আর ব্যবসা বানিজ্যের খবর প্রকাশ করছে।
কিন্তু হায় আমাদের প্রাণ প্রিয় বাংলা ব্লগ? গত কয়েক দিন হল একটা ভাল লেখা পড়ার চেষ্টা করছি ..চোখে পরে শুধু রাজনীতির অসুস্থ প্রতিযোগিতা গালাগালি। আমরা সুন্দর লিখা পড়তে চাই আরও অনেক অনেক...
হয়ত আমার দেখার ভুল হয়ত এখনও ভাল লেখা প্রকাশ হয়, কোন কারনে দেখা হয়না, কিন্তু এটা সত্যি যে আগের তুলনায় এখন অনেক অনেক কম ভাল লেখা প্রকাশ হচ্ছে। অনেক নামি ব্লগারকেও আর দেখি না লিখতে।
ভাল কিছু লিখা পড়ার অপেক্ষায়...