কতদিন-কতবছর পর দেখা, জম্পেস আড্ডা! রিনেটের মন ভরানো ভাল লাগা, নাট্য সোহেলের ছোট ছোট কথায় ভারি ভারি বোঝাপড়া- রসিকতা, বাবুর বুকের খাঁচা ভেঙ্গে দেয়া বন্ধুময় আলিঙ্গন, কবিগুরু-গুনের দাড়ি'র উত্তরসরি দাবিদার পল্টুর ট্রিপিক্যাল পল্টুয়ানা, চন্দন-পারভিনের বসার ঘর, দস্যু শিলা-টাইগার রাসেল ভাইয়ার সারা বাসায় গুনগুনানো 'টিং' আর অনুভবের বোঝাপড়ায় অদৃশ্য বন্ধন কারিগর ভিপি পলাশ ------- কি অদ্ভুত রকমের সব রঙ যাদুকর! মাত্র তিনটা দিন, তিন দিনের মাখামাখি, ছুটাছুটি, হৈ-হল্লার রঙ তুলিতে কি অদ্ভুত ভাবে ফিরিয়ে আনলো কুষ্টিয়া সরকারী কলেজের লাল স্বপ্নের সেই শিশুতলা।
কতজনকে কতদিন পর দেখা, অথচ সেই একই রকম চেনা।
আবার নিয়ত দেখা কিছু মুখ অচেনা অচেনা--- ঝাপসা।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬