কি এক নষ্টো সময়ের স্রোতে
ভেঁসে যাই এই প্রজন্ম আমরা।
সেই যে কবেই প্রজন্ম হারিয়েছে প্রত্যয়ের পথ
আর লুকিয়েছে মুখ প্রগতি পুঁজির পকেটে।
সুবিধাবাদের নিপুন ক্রীতদাস বুদ্ধিজীবি
আর লাল তাত্বিকদের মনোহরী প্রতিভা
লালবাতি জ্বালিয়েছে লাল বিপ্লবের।
ব্যক্তিগত বোঝাপড়ায় যখনি বা কেউ
লড়ে যেতে চায় বিরুদ্ধ সময়েয় বিরুদ্ধে
তাঁরা যেন সব নিহত ব্লগারের সারিবদ্ধ তালিকা।
মুক্ত বাতাস দুষিত করে আজ
ধর্ম কুলাঙ্গারের কুৎসিত উল্লাস।
তবুও এই বুকে প্রবল বিশ্বাস,
সমান দৃঢ়তায় এখনো মুষ্ঠিবদ্ধ,
এখনো শক্ত মুখের চোয়াল।
সমস্ত সুবিধাবাদ আর ধর্ম নামের যত বর্বরতাকে
রুখে দিব এই আমরাই একদিন-----
দেখাবো পথ প্রতিষ্ঠার, প্রগতির, প্রতিশ্রুতির।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৪