কোন্ সে বৃহন্নলা দিয়ে যায় আঁচড়
পড়ন্ত বিকেলের গুটানো ক্যানভাসে।
ছেড়ে আসা পথে ফেলে আসি যাকে
উষ্মতা মাখা মৌসুমী বাতাসের মত,
দেমাকি নদীর জোয়ারী স্রোতের মত
বার বার ফিরে আসে সে ডুবাতে ভাসাতে
বার বার মেতে উঠে সে নিজস্ব খেলাতে ।
গুটানো ক্যানভাসে রঙ ছড়ানো
নদী হয়ে হয়ে স্রোতে ভাসানো----------
এইসব আলোড়নের কি নাম বলি----
ধ্রুপদী ভালবাসা নাকি ন্যাকামি?