ফাগুন রাতের নিঝুমতা
পৃথিবীর আকাশে চাঁদের হাট বসেছে কিনা আমি জানিনা। জানতে ইচ্ছাও করেনা। কারন-- আমার নীবিড় আলিঙ্গনে যেদিন নিজেকে দ্বিধাহীন করলে সমর্পন, সেদিন হতেই তুমি আমার স্বপ্নের কিংবা জাগরনের ভাললাগার, ভালবাসার এক মায়াবী জোস্না। আমার নিজস্ব আকাশের একমাত্র নক্ষত্র--- স্বপ্নের শুকতারা। প্রথম যেদিন তোমার ঠোঁট স্পর্শে করেছিলাম প্রাচীন সত্য উচ্চারন, সেদিন নতুন করে পৃথিবী ভালবাসায় সিক্ত হলো আবার। কাজেই আমি মনে করি তোমার আমার ভালবাসা কোন পরিমাপ কিংবা কোন পরিসীমায় আবদ্ধ হতে পারেনা। পৃথিবীর যে প্রান্তেই আমি থকিনা কেন আমার হৃদয়ে সব সময় উচ্চারিত হবে তোমার ভালবাসার আরতি ধ্বণি। ফাগুনের এই রঙ্গিন সময় আর ভালবাসার উচ্ছল আনন্দে কাটিয়ে দাও আজকের দিন------যেভাবে খুশি, যেভাবে ভাল লাগে। আমিতো আর শংকিত নই ছলনাকারী রাবন ভয়ে--- যে কারনে আমার শিশির সাথী সিতা রানীকে সব সময় আটকিয়ে রাখতে হবে অজুহাত পঞ্চবটির মঙ্গলবৃত্তে। বরঞ্চ আমি স্বপ্ন দেখি তোমার উচ্ছল বিচরনে সমগ্র পৃথিবী হবে আমার সুখের বৃন্দাবন। আর আমি সারা পৃথিবী খুজে তোমার জন্য নিয়ে আসবো সবুজ স্বর্নের হাজারো প্রজাপতি। আর সিন্দু-হিন্দুকুশ-হরপ্পার প্রাচীন পথে ঘুরে ঘুরে শ্রান্ত হয়ে যখন ফিরবো তোমার উঠোনে তখন থাকবেনা কোন ক্লান্তি আর। কেননা আমিতো জানি তোমার হৃদয়ের মাঝে বহমান ভালবাসার ঝরনায় ভেসে ভেসে স্নান করে সজিব হবো আমি আবার। তোমার শরীর ভর্তি উষ্মতায় আমি হয়ে যাব চৈত্রের কবুতর।
পৌষের নরম রোদের মত তোমার বুকের মাঝে মুখ ডুবিয়ে আমি পেয়েছি ভালবাসার যে অসহ্য সুখ; সেই অসহ্য সুখের নেশায় তোমার বুকের মাঝে হারিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে শেষ করছি।
ও আমার শাকচুন্নি, আদরিয়া বিড়াল পুষি, ভালবাসার শ্যামা পাখি-- ভাল থেকো। খুব খুব ভাল থেকো ভালবাসার স্বপ্ন দিনে।