যে সাথে থাকে, সামনে থাকে সে স্পষ্ট।
ভাল মন্দের আঁচড়ে সে বাস্তব।
যে ভিতরে থাকে সে কল্পনার
বির্মুত সে অস্পষ্ট সীমানার
সে শুন্যতার,কষ্টের, শুধুই অনুভবের
সে ভুল সময়ের ভালবাসার।
সাথে-সামনে আর কল্পনার আয়নায়
যেখানে যার অবস্থান সেখানে তার
সমান মর্যাদা, সমান ভালবাসা
সমান কষ্টো-ভালবাসার ভাগিদার।
-----ঘর এবং ঘরের অধিক ঘরের কষ্টো-ভালবাসার জন, সব বন্ধুজন--- সব ভাল মনুষেরা--- খুব-- খুব করে খুশি থাকো সব।
রাঙা ফাগুন
হ্যাপি ভ্যালেন্টাইন
হ্যাপি ওর্য়াল্ড