তোমার কালচুলের সুগন্ধ-স্রোতে লুকিয়ে থাকা
একটা দুটো পাকাচুলে খুব সোহাগে হাত বুলাবো
এক সকালে শিশির পথে শিতল ঘাসে পা ডুবাবো
এক সাঁজেতে গোধুলী শেষে সন্ধ্যামনি ফুল ফুটাবো
তোমার খুব লুকানো শ্যামা বনে
অসভ্য এক রাখাল হবো-----।
ফাগুন ভেবে ভেবেই শুধু বলা না এই কথা,
তুমি খুব করেই জানো----
শীতের লেপের আড়ালে আড়ালে এক অন্য পিপাসা,
পড়ন্ত বিকেলেও রোদের ছুতোয় দুজনেই এক ছাতায়--
এই রকম কতইনা বাহানা আমার তোমাকে ছুঁয়ে দেখার
তুমি কতইনা কষ্টো আমার গভীর রাতের জলতেষ্টার মত।