আমি যখন ধুন্দমার সিগারেট খেতাম সারাক্ষন
'কেন এত খাও'--- বলনি একবারো নন্দিনীর মত
একদিন শুধু বলেছিলে বড় নিরাসক্ত নিছকতায়--
"সিগারেটে আমার খুবি ঘেন্না, তো তুমি খেলে আমার কি!"
কিংবা খুব সুন্দর হাঁসি আর নিদারুন তাচ্ছিল্যের মিশ্রনে--
"একটু দুরে বসোনা প্লিজ,তোমার শরীরে যা গন্ধ-- বিচ্ছিরি"!
রঙধনু সুর, ফাগুন কথা------একটু কিছু বলতে গেলেই
তোমার সেই আগুন তাড়া-----
"তুমিতো শুভংকর নও আমিও ন্যাকা নই নন্দিনীর মত"।
এই উপেক্ষা এই অবহেলার আড়াল, এই না মানতে চাওয়া
এই রাগ রাগ চেহারার শাসন যত দুর্দান্ত আধিপাত্যের-----
এইসব ভোগান্তির ভোগে ডুবে মরি আমি আমার যত ভালবাসায় ।
অথচ দিধান্বিত আজ আমি, বিভ্রান্তি আর অসহায়ত্বও অনেকটায়-----
একদম মানাতে পারছিনা আর তোমার এই নিরব ন্যাকামিকতায়।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১