কুমিল্লা এর ছেলের নাম শুনলেই সাধারন মানুষের ভিতরে প্রথমে একটাই চিন্তা আসে ছেলেটা মনে হয় এডিক্টেড। আর যদি শুনে ছেলে হুন্ডা দিয়ে ঘুরে তাহলেত আর কথাই নাই।
যদি দেখে কোথাও আড্ডা দিচ্ছে, চা সিগারেট খাচ্ছে তাহলে তো ছেলেটার নাম একেবারে বাদের খাতায় চলে যায়।
কিন্তু একটা বারও চিন্তা করে না যে, সেই ছেলেটা যদি আসলেই তাতে জরিত না থাকে শুধু চা খাওয়া, সিগারেট খাওয়া, আড্ডা দেয়া বা সামান্য হুন্ডা দিয়ে ঘুরার জন্য তাকে বাদের খাতায় নাম লিখিয়ে বিনা অপরাধে অপরাধি বানিয়ে তার জীবনের কতটা হ্মতি করেছে।
ধিক্কার জানাই সেই সব ভদ্র নামধারী মানুষ গুলকে যাদের আচার আচারনের কারনে তাকে আজ অপরাধি হতে হয়েছে।
বালের সমাজ তো পারল না তাকে সাভাবিক ভাবে মেনে নিতে। পারল না তো একটা সাভাবিক অবসরের সময় বিনোদন মুলক একটা সমাজ উপহার দিতে।
পেরেছে শুধু ছেলেদের সবকিছুতেই দোষ ধরে সমাজ থেকে আলাদা করতে। পেরেছে শুধু এক টার পর একটা এডিক্টেড ছেলে উপহার দিতে।
ধন্যবাদ এই সমাজকে এত ভাল কিছু আমাদের কে উপহার দেয়ার জন্য। ইনপুট এমন হলে তো আউটপুট ও তো তেমনি হবে।
alter hasnain