ঘটনা কাল্পনিক কার সাথে মিলে গেলে সেইটা ঠাডা পরে কাক মরার মত অবস্তা মনে করবেন ।।
ক্ষমতায় গেলে সবাইকে এইচএসসি পাশ ঘোষনা করব: খালেদা জিয়া
বিশেষ মতিবেদক
হরতালের কারনে সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মুলতবী করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার মহিলা আমীর বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে সবাইকে এইচএসসি পাশ ঘোষনা করা হবে। কেউ এইচএসসি ফেল থাকবে না।
নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া বলেন, এইচএসসি পরীক্ষা এমন গুরুত্বপুর্ন কিছু নয়। গুরুত্বপুর্ন হচ্ছে ইলিয়াস। ইলিয়াসকে খোঁজে বের করার পরীক্ষায় যদি সরকার পাশ না করে, এইচএসসি পাশ দিয়ে কি হবে।
খালেদা বলেন, এইচএসসি পাশ করেও কোন লাভ নাই। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, আমাকে দেখ। আমি, শহীদ জিয়াউর রহমানের সন্তান তরুন নেতা তারেক জিয়া ও আমার অপর পুত্র আরাফাত কোকো এইচএসসি পাশ না করেই কুটি কুটি টেকা কামাই করেছি।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, এইচএসসি পরীক্ষার চেয়ে বড় পরীক্ষা ক্লাস এইটের ফাইনাল পরীক্ষা। যদি তাতে তোমরা পাশ কর, তাহলেই চলবে।
ইলিয়াস আলীকে খোঁজে পাওয়ার হরতালে দুইজন গাড়ি চালক নিহত হওয়া বিষয়ে খালেদা বলেন, আওয়ামী লীগ দুইজন ড্রাইভারকে গায়েব করেছে। তারা হচ্ছে সুরঞ্জিতের এপিএসের চালক আলী আজম ও ইলিয়াসের গাড়ি চালক আনসার আলী। তাই আমরাও দুইজন ড্রাইভারকে গায়েব করেছি।
তিনি বলেন, টিট ফর টেট।
- দৈনিক মতিকণ্ঠ