চোখের এ কি খেলা ?
আমাদের জন্মের সময় আমাদের চোখের যে সাইজ থাকে, সারাজীবনে তা নাকি আর বাড়েনা ! অন্যদিকে কান, নাক সব কিছুই আয়তনে বাড়ে ! চোখের এ অভিমান কেন বাবা ?
বারবি(Barbie)ম্যাডাম
বাচ্চা মেয়েদের প্রিয় খেলনা বারবি পুতুল (Barbie) এর পুরো নাম কি জানেন ? - বারবারা মিলিসেন্ট রবার্টস (Barbara Millicent Roberts)! এখন থেকে দোকানে গিয়ে বারবি পুতুল দেন আর বলবেন না যেন । বলবেন, একটা বারবারা মিলিসেন্ট রবার্টস দেন ।
মোনালিসার ভুরু কই?
লিওনার্দো দ্য ভিঞ্চি’র অমর সৃষ্টি “মোনালসা”। মোনালিসার হাসি এতটাই ভুবন ভোলানো যে, আমরা খেয়ালই করিনা তার চোখে কোন ভ্রু নেই । লিওনার্দো ভাইকে বলি, “কি হত একটু ভ্রু টা এঁকে দিলে? তাহলে তো আমাকে এ নিয়ে আর এত্ত লিখতে হত না”!
পিপড়ারা ঘুমায় না !
পিঁপড়ারা নাকি কখনও ঘুমায় না । বলি, ঘুমাও না কেন ? সারারাত জেগে কি ফেইসবুকে ব্রাউজ কর নাকি ?
ওজন কমানোর সবচাইতে সহজ সমাধান !
ভরা পূর্ণিমায় চাঁদ যখন মাথার ওপর খাঁড়া বরাবর থাকে, তখন নাকি নিজের ওজন কম অনুভূত হয় । সহজে ও বিনা কষ্টে ওজন কম দেখানোর এরচেয়ে কোন ভালো পদ্ধতি আর আছে ? বলতে পারবেন কেউ ?
আলেকজান্ডার গ্রাহাম বেল
টেলিফোন আবিস্কার করেছেন কে ? জানেন তো ? - আলেকজান্ডার গ্রাহাম বেল । বলি, উনার এই টেলিফোন আবিষ্কারের দরকারটা কি ছিল ? উনি নাকি জীবনে কোনদিন তাঁর মা’কে বা বৌকে ফোন করেন নাই । আর করবেনই বা কিভাবে ? উনার মা আর বৌ দু’জনেই ছিলেন কালা, মানে ঐ কানে শুনতে পেতেন না আরকি ।
বড় বড় চোখ, ছোট ছোট মগজ
উট পাখীর চোখের আকৃতি নাকি তার মগজের চেয়েও বড় ! হবে না, যে বুদ্ধিমান ? ভয় পেলেই একেবার বালুর নীচে মাথা ... !
Happy Birthday to you
জন্ম দিনে গান গেয়ে থাকেন না ? ঐ যে, ঐ গানটা – হ্যা...পি বার্থডে টু ইইউ... । ভুলেও গানটি কপি করবেন না যেন ! কারণ ? গানটি কপিরাইট করা !
জিহ্বা বেঁচে দিয়েছি
প্রজাপতি নাকি পা দিয়ে খাওয়ার স্বাদ নেয় । কেন বাবা, তোমার জিহ্বা কি বেঁচে দিয়েছ নাকি ?
এবার আসুক হাঁচি
চোখ খুলে নাকি হাঁচি দেয়া যায়না, মানে ঐ হাঁচির সময় নাকি চোখ বন্ধ হয়ে যাবেই, এবার আসুক হাঁচি একবার ... !
কাঁচি আবিস্কারক কে ?
কাঁচি কে আবিষ্কার করেছে জানেন তো ? - নিওনার্দো দ্য ভিঞ্চি
আমি লাফাব না, লাফাব না ।
হাতিই হচ্ছে একমাত্র প্রাণী, যে লাফ দিতে পারে না । ভাগ্যিস......নইলে...।
অল্প সময়ের যুদ্ধ
বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য দুটি দেশের মধ্যে যে যুদ্ধটি হয়েছিল, তা হচ্ছে ১৮৯৬ সালে জাঞ্জিবার আর বৃটেনের মধ্যে । যুদ্ধ শুরুর ৩৮ মিনিটের মাথায়ই জাঞ্জিবার আত্মসমর্পণ করে ।
শক্তিশালী পেশী
ব্যয়াম করেন ? জানেন ? মানব শরীরে কোন পেশীটি সবচেয়ে শক্তিশালী ? – জিহ্বা ।
হাঁসের প্যাঁক প্যাঁকানি
হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কিন্তু প্রতিধ্বনিত হয় না, এ পর্যন্ত জানা যায়নি কেন এমন হয় ?
আহ্ ! সেভেন-আপ !
জনপ্রিয় পানীয়টির নাম সেভেন-আপ (7-Up) কেন হয়েছে জানেন ? “7” এ জন্য যে, তখন সেভেন-আপ এর অরিজ্যিনাল কন্টেইনারটির ওজন ছিল সাত আউন্স, আর “Up” এ জন্য যে, এর বুদ বুদ গুলি উর্দ্ধমুখী ।
কুকুরের পেটে চকোলেট সয় না
“কুকুরের পেটে ঘি সয় না”- বহুল প্রচলিত এ প্রবাদটি হয়ত জানেন । কিন্তু এ কি জানেন যে, চকোলেট খেলে কুকুর মারা যেতে পারে ? হ্যাঁ, চকোলেটের মধ্যকার থিয়োব্রোমিন (theobromine) সরাসরি কুকুরের হার্ট এবং নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে । তাহলে এখন থেকে কি বলবেন ? “কুকুরের পেটে চকোলেট সয় না”, এটি ?
ওরা যে বিছার চেয়ে অধম !
আপনার আপনজন কেউ কি মদে আসক্ত ? তাহলে তাকে বলে দিন সে বিছার চেয়েও অধম । বিছার মত নগন্য একটা প্রাণি ! সেও মদ এতটাই ঘৃণা করে যে, খাওয়ানো দূরের কথা, কেউ যদি তার গায়ে একটু মদ ঢেলে দেয় অমনি রাগে, দুঃখে, ক্ষোভে, অভিমানে একেবারে পাগল হয়ে নিজের গায়ে নিজেই হুল ফুটিয়ে সুইসাইড করে ফেলে !
বিছা ভাইদের বলি, নিজের গায়ে হুল ফোটানোর পাশাপাশি ঐ মাতালদের গায়েও একটু হুল ফোটাতে পারো না ? তুমি জানো না ? ওই মাতালদের জন্যেই যে এখানে সেখানে মদ পাওয়া যায় !
ব্রুস্ লী’র অ্যাকশন
আমার পাড়ার ছোট্ট পাঁচ বছরের ফারিজ, সে ও জানে ব্রুস্ লী’র নাম ।
ব্রুস্লী তার অ্যাকশনে এতটাই ফাস্ট (দ্রুত) ছিলেন যে, তার অ্যাকশনগুলো দর্শককে দেখানোর জন্য ক্যমেরার রীল ধীরে ধীরে ঘোরাতে হত, আমরা কিন্তু বুঝতে পারতাম না যে রীল এখন ধীরে ঘোরানো হচ্ছে ।
Butterfly/Flutterby
“Butterfly” (প্রজাপতি) এর আসল নাম কি ছিল জানেন ? – Flutterby । ইনি অবশ্য এফেডেবিট করে নাম পরিবর্তন করেছিল কিনা তা কোথাও জানা যায়নি ।
ডানহাতি আর বামহাতি
মানুষের মত কুকুর আর বিড়ালরাও নাকি ডানহাতি বা বামহাতি হয় । ইজ্জতটা বুঝি আর থাকলোনা এবার...!
আমি আমাতে নেইকো আর
“চার্লি চ্যাপলিন” নিজেই নাকি একবার চার্লি চ্যাপলিন এর মত অভিনয় করার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন । এর মানে হচ্ছে চার্লি চ্যাপলিনের আগেও আরও দু’জন ছিলেন যারা তাকে দেখিয়ে দিয়েছিলেন চার্লি চ্যাপলিনের মত অভিনয় কি ভাবে করতে হয় !
বলি, ঐ কম্পিটিশনের আম্পায়ার কি পাকিস্তানের আলিম দার ও ব্রিটেনের ইয়ান গোল্ড ছিল নাকি ?
গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ! আর চুরির রেকর্ড !
ইংল্যান্ডের পাবলিক লাইব্রেরী থেকে কোন বইটি চুরি যাবার রেকর্ড সবচেয়ে বেশী, জানেন নাকি ? – দা গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (The Guinness Book of World Records), দেখেন, চোরের সেন্স অব হিউমার দেখেন !
চিনেবাদামের ডায়নামাইট !
ডায়নামাইট, নামটা শুনেছেন তো ? এটা শুনেছেন ? - ডায়নামাইট তৈরির মূল উপাদান গুলোর একটি হচ্ছে চিনেবাদাম !
চলবে -
এই সিরিজের অন্যান্য পোষ্টগুলিঃ
২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-২
৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৩
৪।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৪
৫।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৫
৬।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
৭।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৭
৮।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৮
৯।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৯
১০।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১০
১১।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১১
১২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১২
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১