ভালোবাসাকে হত্যা করি প্রতিদিন, আবেগকে পিষে মারি
আবেগ আমার দুর্বলতা , ভালোবাসা আমায় দুর্বিনীত হতে দেয় না
মূল্যহীন আবেগ নিয়ে আমি পুড়ে মরি
নিজেই নিজেকে ধ্বংস করি...........
তোমার নির্লপ্ততা কিংবা ঐ আবেগহীন চোখ
খুন করে আমায় প্রতিনিয়ত, আমি কুড়ে কুড়ে মরি প্রতিক্ষণ
আমার চাঁদটা অমাবস্যায় ঢেকে যায়
আমি চন্দ্রগ্রহন দেখি আলোকিত পূর্নিমায়.......
নতুন কোনো স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙে প্রতিদিন
আর স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ঘুমুতে যাই প্রতিরাতে
প্রতিটি ব্যর্থতা ও অবহেলা প্রতিনিয়ত আমায় মনে করিয়ে দেয়
আমার স্বপ্নগুলো নেই আমার হাতে..............
হৃদয়ে রক্তক্ষরণ কিংবা অনুভূতিশুন্য হয়ে বেঁচে থাকা
কেটে যাওয়া কোনো পুরোনো সুরের মতো কিংবা ভাঙা গিটার হাতে
নৃশংস হতে ইচ্ছে করা অথবা পরাজয় মেনে নেয়া
দু:স্বপ্ন দেখে জেগে ওঠা মাঝরাতে............
আমার এই আবেগ একদিন তোমাকে ছুঁয়ে যাবেই
রংধনু টা ফিকে হয়ে যাবে হয়তো সেদিন অথবা গোলাপের গাঢ় লাল রং..............
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১১ রাত ১২:৩২