মিশুক স্বভাবের ,সভা-সমাবেশে সহজেই নিজেকে তুলে ধরতে পারে ,নুতন/অপরিচিত মানুষের সাথে কিংবা জনবহুল পরিবেশে
সহজেই মিশে যেতে পারে এবং আসর জমাতে দক্ষ ব্যক্তিরা সর্বকালে ,সর্বসমাজে সমাদৃত এবং প্রশংসনীয় ।এদেরকে আমরা বর্হিমুখী বা একস্ট্রর্ভাট বলে জানি ।এই চরিত্রের ব্যাক্তিগন মানুষের মন জয় করতে পারদর্শী হয়ে থাকে এবং অন্যের সুদৃষ্টি অকর্ষনেও সক্ষম যা তাদের ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ।একস্ট্রর্ভাটদের শক্তির বা তবে এই চরিত্রের বিপরীত মেরূতে আরেক চরিত্রের মানুষ রয়েছে যারা চুপচাপ স্বভাবের , নিরিবিলি পরিবেশ পছন্দ করে , সভা-সমাবেসে নিজেকে তুলে ধরতে চায় না , বেসিরভাগ সময় মনের কথা মনেই রাখে, সিদ্ধান্ত দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে কিছুটা বেশি সময়ের প্রয়োজনে হয় , আলোচনা কক্ষে তাৎক্ষনিক মতামত দিতে সাবলীল নয় বলে বলার চেয়ে শুনতে পছন্দ করে এবং এই চরিত্রের মানুষ গুলোকে আমরা অন্তর্মুখী বা ইনট্রর্ভাট বলেই চিনি ।তবে এদেরকে অসামাজিক ভাবার কোন অবকাশ নেই, এরা সামাজিক আচার অনুষ্ঠানে বা জন-সমাবেশে উপস্থিত থাকে কিন্তু একস্ট্রর্ভাটদের মত পুরো সময়টা জুড়ে নিজেকে মজিয়ে রাখতে পারে না তাই কিছুটা সময় ব্যয় করে নিরিবিলি পরিবেশ চলে যায়। কখনো কখনো এই গোত্রের অনেকেই বাস্তবতার খাতিরে একস্ট্রর্ভাট চরিত্রে অভিনয়ও করে যা তাদের আসল পরিচয় নয় এবং এর অন্যতম কারণ নিজের যোগ্যতার যথাযথ মূল্যায়ন । তাদের এই অভিনয়ে কেউ কেউ আবার উৎসাহ দিয়েও থাকে , যা তাদের প্রতিভা বা যোগ্যতার পরিস্ফুটন এর চেয়ে অবনতির আশংকা তৈরী করে ।ফুল বাগানেই কেবল তার প্রকৃত সৌরভ এবং সৌন্দর্য বিলায় ফুলদানিতে নয় ।তাই যোগ্যতা যাচাই ,উৎসাহ এবং মোটিভেশন এর ক্ষেত্রে ব্যক্তিত্ব এর চেয়ে চরিত্রের বিচারই প্রাধান্য পাওয়া উচিত।
তবে আমরা সধারনত লজ্জা পাওয়া কিংবা professional meeting/আলোচনায় চুপচাপ লোকটিকে ইনট্রর্ভাট বলে ধরে নেই। কিন্তু ইনট্রর্ভাট এবং একস্ট্রর্ভাট উভয় চরিত্রের লোকের লজ্জা বোধ থাকতে পারে কারন লজ্জা হল কাউকে খারাপ দৃষ্টিতে নেয়ার ভয় (Fear of negative judgement ) যেমন একজন একস্ট্রর্ভাট ব্যাক্তিও কোন অফিসিয়াল বা বিজনেস মিটিংয়ে negative judgement এর ভয়ে কারণে চুপচাপ থাকতে পারে কিন্তু সে আবার বর্হি জগতে তার নিজস্ব চরিত্র প্রকাশ করে ।
সাফল্য ,সুনাম বা ব্যক্তি জীবনে উন্নতির ক্ষেত্রে ইনট্রর্ভাটরা কম সময়ে লক্ষ্য পৌছাতে সক্ষম হয় ।অন্যদিকে নজরে কম আসা ইনট্রর্ভাটরা সময়ের কিছুটা লম্বা পথ পাড়ি দিয়ে সাফল্য অর্জনে সক্ষম হয় ।পৃথিবীর কিছু বিখ্যাত ব্যক্তি যাদের আবিস্কার , কর্ম , নেতৃত্ব দানের দক্ষতা এবং সাফল্য আজ আমাদের কাছে অনুসরনীয় তারা অনেকেই ইনট্রর্ভাট স্বভাবজাত এদের মধ্যে -
Albert Einstein , Sir Isaac Newton ,Bill Gates , Larry Page (The co-founder of Google,) , Mark Zuckerberg , (The founder and CEO of Facebook is classic introvert) Marissa Mayer (current CEO pf yahoo) Abraham Lincoln ,Al Gore , Abraham Lincoln , Warren Buffet , Elon Mask (Founder of PayPal) , JK Rowling (The creator of Harry Potter ) Mahatma Gandhi , Charles Darwin, Michel Jordan , Hillary Clinton ,Brack Obama
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ সকাল ১০:০০