কোন জিনিস বা পন্যের কি কি বৈশিষ্ট্য কিংবা একটির চেয়ে আরেকটির কত বেশি গুনাগুন রয়েছে তাই যখন বিবেচ্য, তখন প্রকৃতির সেরা উপহার ফুলের থেকে প্লাস্টিক ফুলই বেশি এগিয়ে।
প্লাস্টিক ফুলের বৈশিষ্ট্য
* দেখতে আসল ফুলের এর চেয়েও সুন্দর
* পোকামাকড় এর আক্রমনের আশংকা নেই
* স্বল্পতম সময়ের মধ্যে তৈরি করা সম্ভব
* আসল ফুলের চেয়ে টিকে বহু দিন
*কোন পরিচর্যার প্রয়োজন হয় না
* ইচ্ছে মত রঙ পরিবর্তন করা যায়
আসল ফুলের বৈশিষ্ট্য-
* মনকাড়া সৌরভ যা মনকে সতেজ করে
* অনেক পরিচর্যার প্রয়োজন
* ভালোবাসা প্রকাশ , শুভেচ্ছা বিনিময় এবং পূজা অর্চনায় ব্যবহার্য
তাইতো অনেক বৈশিষ্ট্য সম্পন্ন বা একই জিনিসের বহুবিধ কার্য সম্পাদন ক্ষমতা আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং ইহাকে পাওয়ার জন্য ব্যাকুলও হয়ে যাই অামরা। ন্যানো টেকনোলজির এই যুগে একের মধ্যে অনেক সুবিধা আমাদের ব্যাক্তি ,পারিবারিক ,সামাজিক এবং কর্মজীবনের দৃষ্টি ভঙ্গিতে এবং চিন্তা চেতনায় পরিবর্তন নিয়ে এসেছে । তাইতো প্রয়োজনীয়তা বিবেচনা না করেই বহু বৈশিষ্ট্য কিংবা কার্য পারদর্শী জিনিসটিকেই বেছে নেই ।
তবে প্রকৃতির দিকে তাকালে বহু বৈশিষ্ট্যের এই জটিলতার সহজ সমাধান পাওয়া সম্ভব, যেমন আম গাছে থেকে কেবল আম এবং কাঠই পাওয়া যাবে , জাম কিংবা লোহা বা স্টিল পাওয়া যাবে না ।আর তাই Original জিনিস কখনো প্রয়োজনের অধিক বৈশিষ্ট্য সম্পন্ন যেমন হয় না তেমনি বহু কার্য পারদর্শীও হয় না।Original জিনিস কখনো অাতিরিক্ত commitment করে না এবং যা তার রয়েছ তা সঠিক ভাবে করে ।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯