শুক্রবার রাত নটা। যদিও বিজ্ঞাপনের জ্বালায় দেরিই হতো। যত কাজকর্ম, পড়াশোনা থাকুক, সব ফেলে বাসার সবাই মিলে টিভির সামনে। শুরু হত সেই গান-
কেউ কেউ অবিরাম চুপিচুপি
চেহারাটা পাল্টে সাজে বহুরূপি
বোঝা তো যায়না তাদের মতিগতি
সমাজের ছোটবড় অসংগতি
[এই পর্যায়ে ভারি গলায় শোনা যাবে]
এরই মাঝে বেঁচে থাকে মানুষের সুখ,দুঃখ,হাসি,কান্না
ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি।
হ্যাঁ, হানিফ সংকেতের "ইত্যাদি"র কথাই বলছি। দেশের বাইরে থাকার কারণে গতকয়েক মাস ধরে দেখা হচ্ছেনা। আগের ইত্যাদির পর্বগুলো সেরকম লাগত। ইদানিং একটু গতানুগতিক হয়ে গিয়েছে। যদিও জীবনের ছোটখাট অসংগতিগুলো হানিফ সংকেতের চাইতে ভালো করে তুলে ধরতে পারেনি কেউ এখনও আমাদের বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠানগুলোতে। অনেকেই অনুকরণ করতে চেয়েছে, উল্টো হাসির পাত্রই হয়েছে।
যাক গে সেসব কথা। অন্তর্জালে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম ইত্যাদিতে আমার সবচাইতে প্রিয় সেই বিভাগটির বেশ কিছু ক্লিপ- বিদেশী কমেডিগুলোর বাংলায় রূপান্তর। সবারই দেখা, তারপরও শেয়ার করছি আমার প্রিয়গুলো। আর সেইসাথে হাসছিতো হাসছিই। চলুন তবে দেখি।
রেস্টুরেন্টের কাঁটাচামুসে ময়লা
মুরগির ভুড়ি খাবেন? আসেন তবে এখানে ।
আহ,আসলেই যদি হাঁস হইতে পারতাম
ওরে ও কাশেম! কি করলি এইটা তুই??!!
ও আমার ময়না গো! ময়না মিথ্যে কয়না
পিচ্চি সেই গিট্টু মিয়া
--এইডা পেরাইভেট গাড়ি
-গাড়ির মালিক কে?
--আমার বউ
এবার শুনুন আবহাওয়া বার্তা।
সমবেত কন্ঠে আওয়াজ তুলুন......
আর সবশেষে আমার সবচাইতে প্রিয় যেটি, সেই ফুটবল খেলার ক্লিপ। মার,মার,মারচ্চা ক্যা?? হাহাপগে।
বি: দ্র: এইটা একখান চরম আজাইরা পোস্ট। কাজ পাইতেসিলাম না, আর যেহেতু খই ভাজবার পারিনা, তাই এইটা মারলাম।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১:৩২