অস্ত্র প্রেম চেনে না, ধর্ম চেনে না
অস্ত্র চেনে কেবল বুক, রক্ত।
অস্ত্রধারীর যদি বিবেক লোভ পায়
যদি ক্রোধে উম্মাদ হয়ে যায়
তবে সহিংসতা ঠেকাবে তুমি
কোন ফুল দিয়ে? মাল্য পরাবে খুনীর গলায়?
বিশ্বাসের বুকে আগলে নেওয়া ঘাতক ছুরির আঘাত
কোন মোহে ফেরাবে?
প্রেমের শুধায় কী বিষের পেয়ালা মধু হয়ে যায়?
যদি না বিষধারীর হৃদয়ে মায়া জাগ্রত হয়
হত্যাযজ্ঞ তুমি ঠেকাবে কী করে?
গদিতে স্বয়ং ঈশ্বর
যা কিছু করতে পারার অপার
ক্ষমতার নেশায় বুদ হয়ে যাওয়া
মাতাল উম্মাদ কে তুমি
কোন জান্নাতের লোভ দেখাবে?
স্বৈরশাসকের বিধানে লাল গোলাপ নয়;
রক্তাক্ত বুক দিয়ে অধিকার আদায় করে নিতে হয়।
ছুটে আসা বুলেট তুমি কী দিয়ে আটকাবে
ঘাতক সৈনিকের মগজে যদি না বোধ জাগ্রত হয়,
একজন নৃশংস খুনীও ফুল ভালোবাসতে পারে
খুনী কে তুমি কোন রূপে চিনবে?
পদতলে পিষে যাওয়া পা কী করে আটকায়
তোমার পায়ের তলায় পদদলিত হওয়া পিঁপড়াদের জিঙ্গেস করো?
যদি না তোমার ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হয়?