গতকালকের একটা খবর আবারও বিশ্ব-ভূমন্ডে আমাদেরকে গর্বিত করেছে । অলিম্পিক গেমসের জাতীয় সংগীত প্রতিযোগিতায় ২০৫টা দেশের মাঝে আমাদের জাতীয় সংগীত দ্বিতীয় হয়েছে। এই খবর আমি রাখব কোথায় তাই সবার মাঝে ছরিয়ে দিলাম। এই খবরে কবি নির্মুলেন্দু গুন আমার মুঠো ফোনে বার্তা পাঠিয়েছে জয় বাংলা। তাই জয় বাংলায় ছুরে দিলাম সবার মাঝে।
জয় বাংলা।
সমস্বরে: জয় বাংলা, বলতেই থাকুন জয় বাংলা.....................................
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি.................................
যারা জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলেছিল তাদের জন্য উচিত জবাব হয়েছে।
আজকের এই বিজয় আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুরকে শুভেচ্ছা জানাচ্ছি।