ট্রপিক্যাল সাইক্লোন ০৬ বি (SIDR)
====================
আপডেট সময়ঃ ১৫ নভেম্বর, বৃহস্পতিবার ভোররাত ৩ টা (বাংলাদেশ সময়)
হারিকেনের তীব্রতাসম্পন্ন প্রচন্ড ঘূর্ণিঝড় ‘SIDR’ যার সাংকেতিক নাম ০৬ বি বর্তমানে বাংলাদেশ উপকূল থেকে দক্ষিণ-পশ্চিমে ভারতের কলকাতা শহর থেকে ৩৫৫ নটিক্যাল মাইল অর্থাত ৬৫৭ কিমি দক্ষিণে বংগোপসাগরে অবস্থান করছে।
স্যাটেলাইট চিত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ দেখা গেছে বর্তমানে এর বাতাসের গতিবেগ আগের পূর্বাভাসের মতই আছে অর্থাত ঘন্টায় ২৪০ কিমি বা ১৫০ মাইল (১৩০ নট)। যুক্তরাষ্ট্রে প্রচলিত স্কেল অনুযায়ী এটি এখনো ক্যাটাগরি ‘চার’ মাত্রার হারিকেন। এটি বর্তমানে ঘণ্টায় ১৭ কিমি গতিতে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। অর্থাত এটি আগের চেয়ে আরো দ্রুত বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। (আগে ছিল গতিবেগ ঘন্টায় ১৩ কিমি)
গুয়ামে অবস্থিত আমেরিকার জয়েন্ট টাইফুন ওয়ার্ণিং সেন্টারের বর্তমান পূর্বাভাস অনুযায়ী এটি এখন বাংলাদেশ সময় ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১২ টা (আগামীকাল রাত) থেকে ১৬ নভেম্বর শুক্রবার বেলা ১২ টার মধ্যবর্তী সময়ে বাংলাদেশ তথা খুলনা উপকূল অতিক্রম করবে। বর্তমান পূর্বাভাসে দেখা যাচ্ছে এটির গতিপথ আবার পশ্চিম দিকে কিছুটা সরে বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশ করবে।
বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূল অতিক্রমের সময় এর বাতাসের গতিবেগ ঘন্টায় ১৫০ কিমি থেকে ২০৩ কিমি থাকতে পরে অর্থাত এটি ক্যাটাগরি দুই বা তিন মাত্রার শক্তিশালী হারিকেন হিসেবে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে, যা বেশ ভয়ংকর। উল্লেখ্য, হারিকেন ক্যাট্রিনা যুক্তরাষ্ট্রে আঘাত হানার সময় ক্যাটাগরি তিন মাত্রার ছিল।
আজকে রাত ১২ টার সময় সমুদ্রে জলোচ্ছ্বাসের উচচতা ছিল ৪০ ফুট!!! এই ঘূর্নিঝড়টি ১৯৭০ সালের ১২ ই নভেম্বর-এর মত ভয়াবহও হতে পারে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।
মূল পূর্বাভাস থেকে এখানে কিছুটা উল্লেখ করলাম- THE STORM IS EXPECTED TO CONTINUE TRACKING NORTHWARD UNTIL MAKING LANDFALL IN WESTERN BANG-
LADESH. MAXIMUM SIGNIFICANT WAVE HEIGHT AT 141800Z IS 40 FEET.
[wjsK= Click This Link লিঙ্ক-এ ঘূর্নিঝড়ের এনিমেশন দেখুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ জনস্বার্থে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রদান করা হইল। পুর্বাভাসের দায়দায়িত্ব যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্ণিং সেন্টার এবং ভারতীয় আবহাওয়া বিভাগ-এর।
তথ্যসূত্রঃ
==============
জয়েন্ট টাইফুন ওয়ার্ণিং সেন্টার
ভারতীয় আবহাওয়া বিভাগ
শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বাংলাদেশ উপকূলে!!- পূর্বাভাস ০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
বিদ্যা যদি অন্তরে ধারণ করা না যায় তবে সেটা কোনো কাজে আসে না।
ঘটনাটি যেন দুঃস্বপ্নের চেয়েও নির্মম। ধর্মের পথপ্রদর্শক একজন ইমাম, যার কাজ মানুষকে সহনশীলতা, দয়া ও ন্যায়বিচারের শিক্ষা দেওয়া — তিনি নিজেই স্ত্রীর সামান্য বাকবিতণ্ডায় মত্ত হয়ে উঠলেন হত্যার... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। কবি দাউদ হায়দার আর নেই
‘জন্মই আমার আজন্ম পাপ’- পংক্তিমালার কবি দাউদ হায়দার চলে গেলেন না ফেরার দেশে। ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার রাতে জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক... ...বাকিটুকু পড়ুন
অপার্থিব ইচ্ছেরা (তসলিমার “কারো কারো জন্য” থেকে অনুপ্রাণিত)
কেন যে, কেন যে হঠাৎ
কোন নাম না জানা ভোরে
কারো মুখ খুব মনে পড়ে,
মনে পরে অকারণ স্পর্শের,
কাছে বসার এক তিব্র বাসনার।
কতটা পথ, কতটা জীবন বাকি,
তারপরও,
অচেনা হাসি মনে হয় বড্ড চেনা,
অচেনা... ...বাকিটুকু পড়ুন
---প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৫---(কন্যার প্রথম বই এর প্রচ্ছেদ আঁকা)
আব্বু আমার নতুন রং লাগবে ?
কেন ?
রং শেষ।
আর কিনে দিব না, তুমি শুধু শুধু নষ্ট করো।
আমি শুধু নষ্ট করি ..............। তাহলে এই দেখেন ? অফিস... ...বাকিটুকু পড়ুন
ইসলামে নারীর মর্যাদা (পর্ব :৪)
বিবাহ
বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নারীকে কখনো পশুর পালের সাথে তুলনা করা হত আবার কখনো পশুর চেয়ে নিকৃষ্ট মনে করা হত। যুগ... ...বাকিটুকু পড়ুন