ছুয়ে যেও একবার-
=============
শ্রাবণ আহমেদ হিমু।
শরতের সোনালী বিকেলে ছুঁয়ে যেও -
উত্তপ্ত কোন নিঃশ্বাসের প্রান্তে না বলা শব্দে,
ভয় আর ভয়াবহতার সমীকরণ এক হবে না,
মৃত্যুর মিছির আজ আমায় বলয় করে ঘুরছে -
প্রতিটা স্পর্শে অনুভুত হয় সাম্প্রদায়িকতার কম্পন,
প্রতিটা চুমুয় যেন সাম্প্রদায়িকতার উষ্ণ মাদকতা -
নিবিড় ভালবাসায় সাম্প্রদায়িকতার প্রীতি,
শৈশব, কৈশোর, যৌবন জুড়ে সাম্প্রদায়িকতার শেকড় -
আবেগঘন বন্ধনে সাম্প্রদায়িক রাজনীতির বাস্ -
কলুষিত আজ মানবতা, কলুষিত আজ মানবিক মূল্যবোধ।
প্রতিটি হাসি মাখা মুখের অন্তরালে লুকিয়ে আছে নির্মম এক পিশাচ্ -
আমি কার কাছে চাইব ফেরত আমার শৈশবের সোনালী দিনগুলি?
কে ফিরিয়ে দিবে অসাম্প্রদায়িক আমার শৈশব ?
আমার সম্প্রদায়িক কৈশোরের দায়ভার কার?
সাম্প্রদায়িকতায় আত্মাহুতি দেওয়া আমার যৌবনের মূল্য কে দিবে?
আমার একটা অসাম্প্রদায়িক দিন চাই!
ছুয়ে যেও একবার অসাম্প্রদায়িক অনুভুতিতে।
ফিরে আসুক সেই শরৎ দলিত হবে না কোন কৃষ্ণচুড়া।
আকাশে ছড়ানো মেঘের লাল আঁভায় সুচীত হবে নুতন দিনের, নুতন অধ্যায়ের।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৭