একটা ব্যাপার খুব’ই লক্ষণীয়, জানি না সবার চোখে কেমন ব্যাপার’টা। ফেইস বুক’এ ফেইস বুকীয় মুসলমান হু হু করে বাড়ছে। তার কিছু উদাহরণ :-
পুরান মান্দাতার আমলের একটা পাগড়ির ছবি আপলোড করে ক্যাপশনে লিখলো “এই পাগড়ি মোবারক হযরত মুহম্মদ (সাঃ) ব্যবহার করতেন।” সাথে থাকবে এমন আহবান - “আপনি মুসলিম হয়ে থাকলে লাইক না দিয়ে থাকতে পারবেন না। সুতরাং অন্য মুসলিম ভাই/বোন’দের দেখার সুযোগ দিন শেয়ার করে।”
ক’দিন আগে কাবা’ শরীফে এক চোর ধরা পড়ল। সে নিজেকে বাঁচানোর জন্যে প্রতারণার আশ্রয় নিল। আর তা হলো এমন - “সে চোখে দেখতো না, এশার নামাজের সময় হঠাৎ সে দৃষ্টিশক্তি ফিরে পায়।” কিন্তু সে পুলিশের জেরার মুখে সত্য স্বীকার করে। অন্ধের অভিনয় করে সে পকেট কাটতো। কথা হলো সেই ভিডি্ও চিত্র আপলোড করে অনেক আবেগঘন ধর্মীয় অনুভুতি মিশ্রিত শব্দযোগে তা প্রকাশ করে কেউ কেউ কিন্তু আসল বাস্তবতাটুকু আর সামনে আনে না।
বেশ কিছুদিন আগের কথা। আমার বন্ধু মহলের একজনকে হঠাৎ দেখলাম একটা ছবিতে লাইক দিল। পেইন্ট টুলস ব্যবহার করে জেপিজি ফরমেটে বানানো যাতে লেখা - “আজ মা ফাতেমার জন্মদিন। একই ম্যাসেজ আপনি দশজন’কে জানালে সকালের মধ্যে আপনি একটি সুংবাদ পাবেন।” সাথে আবেগঘন ধর্মীয় অনুভুতি মিশ্রিত শব্দযোগে তা প্রকাশ করে এবং এটা্ও লিখে দেয় আপনি মুসলিম হয়ে থাকলে লাইক না দিয়ে থাকতে পারবেন না। - একটা স্বনাম ধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাজ ছিল এটা। আর আমি যখন আমার সে বন্ধুকে জিজ্ঞেস করলাম কেন সে লাইক দিল আর শেয়ার করল? তার কোন স্বদুত্তর সে দিতে পারে নাই।
মায়ানমার, ফিলিস্তান সহ পৃথিবীর কোন দেশে কোন মুসলিম আক্রান্ত হলে তার হৃদয়বিদারক ছবি আপলোড দিয়ে অনেকেই জিহাদের ডাক দেয়। কিসের জিহাদ? পাশের ঘরের কেউ যখন না খেয়ে থাকে তার খবর নে্ওয়ার কথা কি ইসলাম বলেনি? নাকি তাকে যেকোন উপায়ে সরিয়ে দিয়ে তার ভিঠেবাড়ি দখল করতে বলেছে? চোখের সামনে যখন কোন অন্যায় অনাচার দেখি তার প্রতিবাদ করতে কি ইসলাম নিষেধ করেছে? আর আমরা্ও কিন্তু আর সঠিক বাস্তবতা কি তা জানার প্রয়োজনীয়তা অনুধাবন করি না। ব্যাপার’টা এমন কান নিয়েছে চিলে, কান আছে কি নেই তা দেখছি না দৌড়াচ্ছি চিলের পিছে। ইসলাম এমন এক ধর্ম যে ধর্মে কোন গোড়ামি নেই।
নিজের ‘আইডি’ বা গ্রুপ বা পেইজ - এ লাইক শেয়ার পা্ওয়ার জন্যে ধর্ম’কে মোক্ষম হাতিয়ার হিসাবে ব্যবহার করা কি ঘৃণ্য মানষিকতার কাজ নয়?
যারা চোখ বন্ধ করে লাইক দেয় শেয়ার করে তাদের ধর্মীয় জ্ঞান কি প্রশ্নবিদ্ধ নয়?
একবার নিজেকে জিজ্ঞাসা করুণ আপনি নিম্মে বর্ণিত প্রকারভেদের কোনটি -
১) আমেরিকার টাকায় পোষা আল কায়েদা টাইপ মুসলিম?
২) ইসরায়েলের টাকায় তুর্কি’র পরোক্ষ মদদে গড়ে উঠা আই,এস,আই টাইপ মুসলিম?
৩) পাকিস্তান এবং ভারতের গোয়েন্দ সংস্থার টাকায় লালিত আমাদের বাংলাদেশের ইসলামিক দলগুলির মতো মুসলিম?
নাকি -
৪) হযরত মুহম্মদ (সাঃ) এর প্রদর্শীত পথে’র মুসলিম?
আপনি একজন মুসলিম। তাই আপনার কাছে জিজ্ঞাসা :-
একজন মুসলিমের নৈতিকতাবোধ কেমন হ্ওয়া উচিত ? যা হযরত মুহম্মদ (সাঃ) বলে গিয়েছিলেন, তা কি আদৌ বিদ্যমান?
একজন মুসলিমের নীতিবোধ কেমন হ্ওয়া উচিত ? যা হযরত মুহম্মদ (সাঃ) বলে গিয়েছিলেন, তা কি আদৌ বিদ্যমান?
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ সকাল ১০:২৫