স্বপ্নের মাঝে কিছু স্বপ্ন
শ্রাবণ আহমেদ হিমু
হাতে হাত ধরে হেটে যাব বহুদুর,
পাশাপাশি দিন থেকে কোন এক রজনীতে
কুয়াশার মুক্ত দিয়ে সাজবো আপন মনে
ঝরণা’র ঐশ্বর্য্যের মতর হব মালাকর্ -
আকাশের বুকে সঁপে দেব সব ভালবাসা
তাতে কি শোধ হবে তোমায় পাওয়ার পূর্ণতা?
কোন সকাল টেনে নিয়ে যাবে তার পড়ন্ত বিকালে
বয়সের সব যৌবন নিয়ে হবে প্রজাপতি
নির্লিপ্ত হাসিতে জাগবে সবুজ আর সবুজ
আলিঙ্গনের সন্ধিতে ব্যস্ত আলো আর আঁধার,
তোমায় পাশে নিয়ে নুতন শপথে যাব –
হাতে নিয়ে তোমার হাত গড়ব আপন পৃথিবী।
ছোট ছোট অনেকগুলো ভূল সাজিয়ে রাখবো
নুতন দিনের পথচলা হবে তোমার নিঃশ্বাসে,
নুতন জীবনের মাত্রা দিবে তোমার বিশ্বাসে।
নিত্যদিন বানাবো ভিন্ন ভিন্ন প্রচ্ছদ
ভূমিকার সবটা জুড়ে আমাদের স্বপ্ন-আশা।
নির্ঘুম রাত কাটাবো তোমায় দেখবো বলে
দরজার কপাটে দাড়িয়ে করা তোমার অপেক্ষা
নির্জন একায় ডুবে থাকবো তোমার স্বপ্নতলে,
স্বাক্ষী থাকবে বর্তমানের আজ এবং কিছু প্রতীক্ষা ।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩২