সোয়াইন ফ্লুঃ
প্রতিদিন মানুষ সোয়াইন ফ্লু তে আক্রান্ত হচ্ছে। গতকাল পর্যন্ত সারাদেশে ১০৪ জন আক্রান্ত হয়েছে। কেউ কেউ ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে, অন্যদের চিকিৎসা চলছে। বিমান বন্দরে ত্ল্লাশির যে চিত্র দেকলাম টিভিতে, তাতে নিশ্চিত হতে পারছি না যে, আক্রান্ত কেউ তাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে না।
ধারনা করা হচ্ছে দেশে সত্তর হাজার মানুষ আক্রান্ত হতে পারে।
তাহলে কি ভয়াবহ পরিস্থিতিই না তৈরী হবে!
সবাইকেই যার যার অবস্থানে থেকে আরো দায়িত্বশীল হতে হবে এই পরিস্থতিতে, নইলে সংকট প্রকট হয়ে উঠবে।
ইয়াসমীন দিবসঃ গতকাল ২৪ আগস্ট ছিল ইয়াসমীন দিবস। ১৯৯৫ সালের এই দিনে কিছু পুলিশ সদস্য গার্মেন্টস কর্মী ইয়াসমীনকে ধর্ষন করে হত্যা করে। মনে পড়ে সে সময় সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল। ঐ সময় মিছিলের উপর গুলি করে কয়েকজন নিরীহ মানুষকেও হত্রা করে পুলিশ।