কিছু মজার ডায়ালগ পেলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারও একটু হাসুন

ইংরেজী কম জানা এক শিক্ষকের কিছু ডায়ালগ, ইংলিশ এ লেখা হলো যেন এগুলোর আসল স্বাদ উপভোগ করতে পারেন সবাই

ক্লাসে ঢুকে ছাত্রদের উদ্দ্যেশে স্যার বলছেন: “Don’t try to talk in front of my back”

“Don’t laugh at the back benches ….. otherwise teeth and all will be fallen down”


রুমের এক কোণায় কিছু কাগজ পড়ে ছিলো তিনি এক ছাত্রকে ডেকে বল্লেন: “Pick up the paper and fall in the dustbin”


গরমের এক দুপুরে স্যার ক্লাসে ঢুকে ফ্যান ছাড়তে চাইলেন, কারেন্ট ছিলনা তাই ফ্যান চলছিল না, তিনি রেগে গিয়ে বল্লেন , “Why is fan not oning” (ing form of on)

ছাত্রদের হাসি দেখে আরো রেগে গিয়ে বল্লেন, “shhhh…quiet…the principal is revolving around college”

এরপর...আরো আরো রেগে গেলেন.।. “Write down your name and father of your name”
Tomorrow call your parents especially mother and father




হাসি চাপতে ছাত্ররা বাইরে তাকিয়ে আছে দেখে আরো রেগে গিয়ে বল্লেন, “Why r u looking at the monkeys outside when I m in the class??




এতেও সবাই হাসছে তাই শাস্তি দেয়ার জন্যে বল্লেন। “Half of u go to the right, half of u go to the left and the remaining come behind me………”

একদিন এক নতুন স্যার ক্লাসে এসে নিজের পরিচয় দিচ্ছেন, “Hi I am Madhuranjan married with two kids, my aim is to study my son and marry my daughter” “my another aim going out of the world to America”


ছাত্রদের হই চই থামছেনা দেখে তিনি বল্লেন if u will talk again, I will kneel down out side”





পড়ানো শুরু করার আগে বল্লেন “I’ll illustrate what I have in my mind”





এরপর স্যার পড়াতে শুরু করলেন, এদিকে আমার গল্পটি ফুরোলো আর নটে গাছটি মুড়োলো

