ব্লগিং নিয়ে খুব বেশি উচ্ছ্বাস আমার কখনোই ছিলোনা । নিজেকে ব্লগার বলে পরিচয় দিতেও কেমন এক ধরণের আড়ষ্টতা কাজ করে । তাছাড়া পন্ডিতেরা সেই কবেই উপহাস করে গেছেন .."কানা ছেলের নাম পদ্মলোচন" কিংবা " বানরের গলায় মুক্তোর মালা " !!
নিজেকে কেন জানি বানর বানর লাগে । নাহ, ডারউইন সাহেবের প্রতি আমার বিশেষ কোন পক্ষপাতিত্ব নেই ।
আসলে আমি সেই মহান কবির দুটো লাইন খুব বিশ্বাস করি ...
"আপনারে বড় বলে বড় সে নয়,
লোকে যারে বড় বলে বড় সেই হয় .."
'লোকে' ( সহব্লগাররা ) যদি কোনদিন আমাকে ''ব্লগার'' বলে মেনে নেয় সেদিন না হয় নিজের সাথে এ পরিচয়টা ট্যাগ করে নেবো। তাই আপাতত ব্লগে চাপ বাড়িয়ে যাচ্ছি ।
.. ২০০৯ সাল থেকে ফেসবুকে সক্রিয় । ফেসবুক থেকেই 'ব্লগ' নিয়ে কৌতুহলের শুরু । শুরুতে মনে হতো এটা স্পেশালি আঁতেল/কবি-সাহিত্যিক/ উচ্চমার্গিয় চিন্তাভাবনা পোষণকারীদের জায়গা ( এখনো এ ধারণার পরিবর্তন খুব বেশি হয়নি ) । আমি সামান্য আদার ব্যাপারী .. ব্লগের খবর রেখে কি হবে !?
আমি অবসর কাটাতে ইন্টারনেট ইউজ করি ... নিখাঁদ বিনোদন পেতে দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধতে পারি ... ইনফরমেটিভ লেখা পড়তে পকেটের শেষ সম্বলটুকু খরচ করেও তন্ন তন্ন করে খুঁজে নেই সস্তার নেট বান্ডেল ...।
আমি এক খেয়ালী, অসাম্প্রদায়িক 'পাঠক' ... আমি সর্বভুক .. । দর্শণ থেকে ইকোনোমিকসের জটিল তত্ব... কিটস/বায়রন থেকে হালের ডিজিটাল লেখকদের কবিতা ... ক্রিকেট থেকে মুভির খবর ... কোলকাতার ''চুমু বিপ্লব'' থেকে প্রিয়.কমের " যে দশটি কারণে মেয়েরা/ছেলেরা ..... " সংবাদ আমি নিষ্ঠার সাথে পড়ি । আমার সেই পাঠকসত্বাই আমাকে এখানে টেনে এনেছে ।
তাছাড়া হাদিসে বলা আছে ..."বিদ্যা শিক্ষার জন্য সুদূর চীন দেশে যাও " .... আমি তো কেবল ব্লগে একটা নিক'ই খুলেছি । এ আর এমন কি !!!
যাকগে, অনেক আজেবাজে বকলাম । এবার লাইন আসি ।
প্রায় ৪ মাস আগে হুট করে বুক ভরা সাহস নিয়ে এই নিকটি খুলে ফেলি !! খোলার ৭ দিনের মাথায় ''জেনারেল'' হয়ে যাই !! ( এরশাদকে এখন যদি উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তার এক্সপেশান যেমন হবে আমার অবস্থা তখন অনেকটা সেরকম ) ।
এর আগেও দুই কিস্তিতে দুটো নিক খুলে উৎসাহে ভাটা পড়াতে হাপিস হয়ে গিয়েছিলাম । এবার শুরুতেই ব্লগ মডুদের এমন বিচক্ষণ সিদ্ধান্তে মনে হলো, যাক তারা 'রত্ন' চিনতে ভুল করেন নি ( ইয়া মাবুদ !!! ) !!!
তারপর ম্যালা কাহিনী । মাঝে মাঝে ব্লগে ঢুকে নিজের ব্লগবাড়ির বারান্দায় বসে চারপাশটা অবলোকন করতাম । মাঝে মাঝে রোমান্টিসিজম পেয়ে বসলে ডানপাশের এই 'তীর'টাকে মাউস দিয়ে জোড় করে ঠেলে 'সেফ' জোনে নিতে চাইতাম । (নিচের ছবিতে ) । .. কিন্তু মডুরা কি আঠা দিয়ে যে সেটাকে চিপকে দিয়েছে , হাজার ঠ্যালাঠেলি করলেও 'নট নড়নচড়ন' !!!
... অতঃপর ৪ মাস পর তাদের বদান্যতায় প্রমোশন পেয়ে ''সেফ'' হয়ে গেলুম ( আবেগে কাইন্দা ফালানোর ইমো হবে ) । এই অনুভূতির সাথে মিল পেতে চাইলে সানি আপার সাথে যোগাযোগ করতে পারেন !!
খতম করার আগে, ডিয়ার 'ব্লগার' খতম করার আগে বলে যাই " আমি নবীন, কাঁচা....আমাকে মারবেন না " । কিলিয়ে পাকানোর অপচেষ্টা করবেন না । আমি 'ছাগু' নই, মানুষ .. সহজেই সবকিছু শিখে নেবো । কেবল আপনাদের আশির্বাদ আমার ব্লগ নিকটার উপরে রাখবেন ।
আজকের এই আনন্দের দিনে আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে এক ক্ষুদ্র উপহার ।
এই গান না শুনলে জীবন পুরাই বরবাদ ....
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১