কাঠঠোকরা
==========
আমার স্বভাবটাই খারাপ । অনেকটা কাঠঠোকরার মত, সবসময় কিছু না কিছু ঠোকরাতে ইচ্ছে করে । কাঠ ঠোকরা গাছে ঠোকর মারে, আমি নিজেকে ঠোকরাই ।
তবে ভুলেও কোন রাজনৈতিক নেতা, ফেসবুক সেলিব্রেটি, এমনকি মেয়েদের পর্যন্ত ভয়ে ঠোকর মারিনা । কে জানে কোন মেয়ের সাথে কোন 'ডন' বা 'বড় ভাই' এর লিংক আছে !!!!
প্রবাদে আছে...'আপনি ভালো তো জগৎ ভালো' । বেশ দামী একটা কথা ।
কাঠঠোকরা গাছে ঠোকর মারে পোকা ধরার জন্য । আমি নিজেকে ঠোকরাই মনের ভেতরে বসে থাকা পোকাগুলোকে মারার জন্য । কিন্তু এই পোকা আমার ভেতরে আসে কোথা থেকে ??
আসে সমাজ থেকে । সমাজে যা দেখছি তাই বাসা বাঁধে মন-মগজে । পুলিশ ঘুষ খাচ্ছে, নেতা অন্যায় করছেন, শিক্ষক রেপিস্ট হচ্ছে, সমাজে দূষণ বাড়ছে । আমার ভেতরে সেই দূষণ পোকা হয়ে জন্মাচ্ছে । তাই আমি কাঠঠোকরা হয়ে নিজেকে ঠোকরাই ।
নিজের ভেতরটাকে দেখতে পাইনা । তবে অনেক পোকা আছে বেশ বুঝতে পারি । হিংসার পোকা, লালসার পোকা, মিথ্যের পোকা .... ভেতরটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত । মেয়ে দেখলেই ছোঁক ছোঁক, যেন হুলো বেড়াল ।
সহপাঠী বন্ধুটি হুশ করে পাশ দিয়ে বাইকে করে বউ নিয়ে বেরিয়ে গেলে মুখটা তেঁতো করে মনে মনে বলি, " শালা বড়লোক শ্বশুড়ের টাকায় ফুটানি ! "
আসল কারণ আমার হিংসা ।
পোকাটা বড় হয় । ধারালো দাঁত আরো মোটা হয় । আর আমার কাঠঠোকরাটা বুড়ো হয় ।
কে জিতবে শেষ পর্যন্ত ?
উত্তর ঘুমিয়ে আছে ভবিষ্যতের কোলে ...।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩১