স্কাইপে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পদত্যাগী বিচারক নিজামুল হকের সঙ্গে প্রবাসী আইন গবেষক জিয়া উদ্দিন আহমদের কথিত
কথোপকথন প্রকাশ করায় আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও আমার দেশ-এর প্রশংসা করে কাদের সিদ্দিকী বলেছেন, মাহমুদুর রহমান যে সাহসের পরিচয় দিয়েছেন এজন্য তাকে নোবেল পুরস্কার দেয়া উচিত। অথচ তাকে জেলে পাঠানোর পাঁয়তারা চলছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি। কাদের সিদ্দিকী বলেন, এই বিচার প্রক্রিয়ায় আমার দেশ পত্রিকা একটি অসাধারণ কর্মকাণ্ড করেছে। এর আগেও একবার মাহমুদুর রহমানকে ১০ মাসের জন্য জেলে পাঠানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবারও হয়তো তাই হবে, কিন্তু ১০ মাস পরে যখন গণেশ উল্টে যাবে তখন কি হবে?
রিপোর্টার্স ইউনিটিতে ‘কয়েকজন সাধারণ নাগরিকের’ মুক্ত আলোচনায় কাদের সিদ্দিকী পুরান ঢাকার বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগও দাবি করেন। মুক্তিযুদ্ধে বীরউত্তম খেতাব পাওয়া এই ব্যক্তি বলেন, তিনি পুলিশ ও র্যাবের মন্ত্রী, যুবলীগ বা ছাত্রলীগের নয়। তিনি তাদের জামায়াত ও শিবিরকে প্রতিহত করতে বলাতেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে সিপিবি ও বাসদের হরতাল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, এমন বাপের বাপ স্বরাষ্ট্রমন্ত্রী একজন হয়েছেন, যিনি আবার যারা হরতাল করেছেন তাদের ধন্যবাদ দেন। তাদের কাছ থেকে হরতাল শিখতে বলেন।
পদ্মা সেতু দুর্নীতির ঘটনায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ‘নির্দোষ’ বলে মনে করেন কাদের সিদ্দিকী। পদ্মা সেতু নির্মাণে কোন সমস্যাই হতো না, যদি বিশ্বব্যাংকের নির্দেশনা মতো কাজ করা হতো। এখানে কাশিমবাজার কুঠির মতো একটি ষড়যন্ত্র হয়েছে।
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ভালো করে কর, নিজের পরিবারে যারা আছে তাদের বিচারও কর। যুদ্ধাপরাধীদের বিচারে মানববন্ধনে আমি কেন দাঁড়ালাম না এ নিয়ে কথা হয়। মানববন্ধন করে যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে? ভদ্রলোকের দেশে মানববন্ধন করে লাভ হয়, এখানে তা সম্ভব নয়। আর সরকার তো বলেই দিয়েছে, আমি যুদ্ধাপরাধী।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করীম ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধে বামপন্থি দলগুলোর দাবির সঙ্গে তার দ্বিমতের কথা জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগ কিংবা বিএনপির মতো ব্যক্তিনির্ভর রাজনৈতিক দল নয়। মুক্তিযুদ্ধের সময় এই দলের ভূমিকা বিতর্কিত ছিল- এতে সন্দেহ নেই। তবে এই দলের শতকরা ৮০ ভাগ কর্মীই মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম। সে সময়ের কোন স্মৃতি তাদের মধ্যে নেই। তিনি বলেন, সমগ্র বিশ্বে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রেক্ষাপট রয়েছে। এ অবস্থায় আমাদের দেশে এটি নিষিদ্ধ করাতে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। যারা ইদানীং গলাবাজি করছেন, তারা এই সত্যটুকু বুঝতে পারছেন না।[link|View this link
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪১