পঞ্চগড়ে মানববন্ধ
পঞ্চগড়ে ব্যাটারি চালিত
অটোরিক্সা-ভ্যান চাপায় শিক্ষার্থী
নিহত হওয়ার প্রতিবাদ, মহাসড়ক ও
অভ্যন্তরীণ সড়কগুলোতে অটোরিক্সা-
ভ্যান নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়কের
দাবিতে মানববন্ধন করেছে
শিক্ষার্থী ও স্থানীয়রা
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা
শহরের পঞ্চগড়-ঢাকা মহাসড়কের
মিলগেট এলাকায় এই মানববন্ধনের
আয়োজন করে প্রতিভা অন্মেষণ
ফোরাম ও তেলিপাড়া তরুণ সমাজ
নামের দুটি সংগঠন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-
শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ
নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন
জেলা জাতীয় পার্টির সাধারণ
সম্পাদক আবু সালেক, প্যানেল মেয়র
আশরাফুল ইসলাম, পঞ্চগড় চিনিকল
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল
হক, তেলিপাড়া তরুণ সমাজের
আহ্বায়ক ফয়সাল আহমেদ।
এ সময় বক্তারা অটোরিক্সার
ধাক্কায় স্কুল পড়ুয়া দুই শিক্ষার্থী
নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ
জানিয়ে মহাসড়ক ও অভ্যন্তরীণ
সড়কগুলোতে ব্যাটারি চালিত
অটোরিক্সা-ভ্যানের বেপোরোয়া
চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ
করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি
আকর্ষণ করেন।
উল্লেখ্য সম্প্রতি পঞ্চগড়-মাড়েয়া-
দেবীগঞ্জ সড়কে অটোবাইকের
ধাক্কায় জিসান রহমান উৎসব ও
তানজিল রহমান নামে স্কুল পড়ুয়া দুই
শিক্ষার্থী নিহত হয়। এতে ওই
এলাকার শিক্ষার্থী ও স্থানীয়দের
মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৪