দুটি শব্দ দিয়ে ঘটিত একটি বাক্য। বাক্য
অতি ক্ষুদ্র , কিন্তু তার অর্থ অনেক
বিস্তৃত। পৃথিবীতে যত সৃষ্টি আছে, সবার
মাঝেই প্রেম বিদ্যমান আছে। কারো
মাঝে কম, কারো মাঝে বেশী। প্রেম
আছে বলেই জগতটা আজ এতো প্রেমময়।
প্রেমের জন্য মানুষের কতো সুন্দর সৃষ্টি
(তাজমহল) উপমা স্বরূপ পড়ে রয়েছে
আমাদের সামনে। প্রেম নেই এমন সৃষ্টি
খুঁজে পাওয়া দুষ্কর।
জেনে নিন প্রেম নিয়ে কিছু বিখ্যাত
ব্যাক্তিদের বিখ্যাত কিছু উক্তি।
(১) ছেলেরা ভালোবাসার অভিনয় করতে
করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে
ফেলে তারা তা নিজেও জানেনা ...
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে
যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও
জানেনা - সমরেশ মজুমদার ।
(২) বিশ্বাস করুন,আমি কবি হতে
আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি
প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে
এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি
এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব
অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম-
কাজী নজরুল ইসলাম।
(৩) প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল
লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা
থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে,
এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম
আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের
প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই
সে জেগে উঠে-হুমায়ূন আহমেদ।
(৪) প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু
বেদনা থাকে সারাটি জীবন-রবীন্দ্রনাথ
ঠাকুর।
(৫) এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে
ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু
অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন
থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত
হবে-হুমায়ূন আহমেদ।
(৭) প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু
স্বস্তি দেয় না-বায়রন।
(৮) কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে
এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন
তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা
নিজেকে ছোট করে দেয়- হুমায়ূন আহমেদ।
(৯) প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে
উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়-স্কুট
হাসসুন।
(১০) মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে
সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে
ফেলে- হুমায়ূন আহমেদ।
(১১) প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস
নিবিড় হয় না-রবীন্দ্রনাথ ঠাকুর।
(১২) ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে,
কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে
পড়বে। হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা
ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না
হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা
পড়বেই- হুমায়ূন আহমেদ।
(১৩) বিচ্ছেদের দুঃখে প্রেমের বেগ
বাড়িয়া উঠে-রবীন্দ্রনাথ ঠাকুর।
(১৪) যে ভালোবাসা না চাইতে পাওয়া
যায়, তার প্রতি কোনো মোহ থাকে না-
হুমায়ূন আহমেদ।
(১৫) নারীর প্রেমে মিলিনের গান বাজে,
পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা-
রবীন্দ্রনাথ ঠাকুর।
পোষ্টি সংগ্রিহিত
বিস্তারিত এখানে
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৬