শরীরের ভেতর থেকে তীব্র সূর্য নিংড়ে আনে
লবণ ও পানি
গুলিস্তান থেকে ফার্মগেট
মানুষের ঘামের গন্ধে মগজের ক্যানভাসে উড়ে যাওয়া কাক
এবং তার ঘোলা চোখ এঁকে নিয়ে রোজ
বাড়ি ফেরা
মায়াময় যন্ত্রণা
এক গেলাস লেবুপানি আর আধসের লবণজল
ক্রমাগত মিনতির চাপে কুঁচকে উঠা কপালের আড়ালে
লুকিয়ে রাখা দীর্ঘশ্বাস...
কেউ ভাবেনি আগে এইসব সমীকরণ
নানাবিধ নামকরণ
কোনো কিছুই মিথ্যে নয়
তবু রেখে দিতে হবে ভুলে যাওয়া খাতায়
উপড়ে ফেলো তাহলে কবিতার শব্দ
ভেঙে দাও গন্তব্যহীন পথ চিত্রময়
এলোমেলো আমি খুব ক্লান্ত
পরিমিত দিনযাপন আমার হবার নয়।