তারারন্ধ্রে ক্রমাগত দৃশ্যপট জমা করে করে হাঁটছি
দেখি
মানুষের মুখে বেয়ে উঠে যাচ্ছে সাদা কালো ধোঁয়ার বিলাপ
ক্ষয়ে যাওয়া জুতোগাড়ি টেনে নেয় আস্ত শরীর
পেছনে ফেলে প্রতিবিম্বের বিবমিষা
হয়তোবা এইসবের নামই গন্তব্য
বিবমিষাগুলোই ফিরে ফিরে আসে জীবন নামে
আমি পথিক
গন্তব্য নেই এবং জীবন নেই
মানুষ বোঝাই শহুরে বাস উন্মত্ত এসে থামে না আমার পায়ের ছাপে
বিপ্লবের শ্লোগানগুলো এখানে ওখানে
আমায় ঝাপটে ধরে না
তারারন্ধ্র খুলে রাখি মাংসহীন খুলির মতন
একে একে জমা হতে থাকে যাপনের দৃশ্যাবলি
এইসব দৃশ্যবলি আমার নয়
তবু সব জমা করে করে হাঁটি
গন্তব্যহীন!