আর সনেটের ঝোঁকের বসে করা আমাদের আগ্রহ ও ভালোবাসার " এক্লিপস অব লাইট " জিতে নেয় দ্বিতীয় পুরষ্কার।
শর্টফিল্ম পরিবার।
অভিনয়: আফরা,বিনয়,সজল,শামিম,রুবাইয়্যাত,অপর্ণা(বাম হতে ক্রমানুসারে চতুর্থ,দশম,প্রথম,একাদশ,অষ্টম ও ষষ্ঠ)
ব্যাকভয়েজ: বানীতোষ,আনিকা,দীপ।(বাম হতে ক্রমানুসারে দ্বিতীয়,পঞ্চম,সপ্তম)
গল্পভাবনা:সোহেল মাহমুদ ( বাম হতে নবম)
পরিচালনা ও সম্পাদনা: আলরাজী সনেট(বাম হতে তৃতীয়)
আমাদের শর্টফিল্ম টির গল্প খুব আহামরি কিছু নয়।যা আমরা হরহামেশা দেখি।আমরা চর্চিত দৃষ্টিতেই দেখতে চেয়েছি টিজিঙের শিকার হয়ে একটি মেয়ে কিভাবে আত্মহত্যা করছে,আমাদের কি করণীয় আর করছি আমরা!
আমরা শুধু একটি বার্তাই রেখে দিতে চেয়েছি। আর নয় ইভটিজিং।
এখানে একটা কথা বলি,স্কুল-কলেজ-ভার্সিটি গুলোয় টিজিং বেড়ে গেছে ইদানিং।আমরা নিজেরাই দাঁড়াতে পারি প্রতিবাদে।উদাহরণস্বরুপ,নিজেদের কথাটাই বলতে পারি।চুয়েট ক্যাম্পাসেও অল্প কয়েকজনের কারণে ইভটিজিং বেড়ে গিয়েছিলো হঠাৎ করে।মানববন্ধন হলো,স্মারকলিপি হলো,কোন লাভ নেই।শেষে নিজেরাই নামলাম।
এখন একটা কথা আমরা গর্ব করে বলতে পারি,আমাদের চুয়েট ক্যাম্পাসে কোন টীজিং হয় না।
তেমনি সবাই নিজের জায়গা থেকেই প্রতিবাদ করলে টীজ বন্ধ হয়ে যাবে সবখানেই।
সেদিন আমরা গর্ব করেই বলতে পারব,আমাদের এই বাংলাদেশে কোন ইভটীজিং নেই।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১০ দুপুর ২:১৮