কাইল্ক্যা (১২/০৯/২০১০) দেশ.টিভি তে সইন্ধ্যা বেলায় দেক্লাম-
কলা গাছের ডাউগ্গা,
বেডা অইলে আউগ্গা.....
জটিল ভালা পাইছি অনুষ্ঠান টা। আমি নিচ্চিত, যারাই এই কেইল(খেল>গেইম) শো দেক্ছেন, সবাই আমার মতো ভালা পাইছুইন...। ঈদের বেশিরভাগ ালছিড়া প্রোগ্রামের চেয়ে এই গেরাইম্যা শো একহাজার গুন ভালা হৈছে। দেশ টিভিরে হেল্লিগা চ্রম্পলাস দিলাম-
আম্রার মমিসিংগা গাতক কুদ্দুস বয়াতী'র দুর্দান্ত এ্যাংকরিং এ এইডা একখান সেইরম গেইম শো...
পরথমেই কুদ্দুস ভাইডির গলায়-
" 'কলা গাছের ডাউগ্গা, বেডা অইলে আউগ্গা' আম্রা আগে এই কেইল (খেল) কেলাইতাম (খেলাইতাম)
আগে কি সুন্দর কেইল কেলাইতাম আম্রা,
আগে কি সুন্দর কেইল কেলাইতাম...... "

হ্যার পরে তো শুরু হইল খালি কেইল আর কেইল..... পুরা সেইরম... বেশি কুশি (খুশি) হৈছি লাটি কেলা, আর প্যাক-ক্যাদার মইধ্যে পাছড়াপাছড়ি কেইল দেইখ্যা


ইত্তা দেইক্কা আম্রার কালি মুনে হৈতাছি্ল,
কাইছে রে ... অহন আমি কৈ যাইবাম


এই 'কেইল' শো ডা আরেকবার দেখতে মন্চায়... কিন্তু কৈ পাইবাম?
দেশ টিভির কাছ থিকা পাওন যায় না?
কারো কাছে সিসটিম জানা তাক্লে আওয়াজ দিবাইন যে....
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩০