আজ 'আষাঢ়স্য প্রথম দিবস', বঙ্গাব্দ ১৪১৭।
আজ সকালেই জানলাম, আষাঢ় নামটি এসেছে 'পূর্বাষাঢ়া নক্ষত্র' ও 'উত্তরাষাঢ়া নক্ষত্রে' সূর্যের অবস্থান থেকে। তা সে যাই হোক আমার কাছে আষাঢ় মানেই "আষাঢ় মাইস্যা ভাসা পানি.... পূবালী বাতাসে...."। বর্ষা মানেই পাগলা হাওয়ার বাদল দিনে.... আজি ঝরো ঝরো মুখর.... বর্ষনমন্দ্রিত অন্ধকারে... এসো নীপবনে ছায়াবিথী তলে... বাদল দিনের প্রথম কদম ফুল.... আমার প্রিয়ার ছায়া...
সবাইকে এই বর্ষার আসন্ন 'ঘন বরিষায়' শুভেচ্ছা।
" আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায়।
বৃষ্টিসজল বিষণ্ণ নিশ্বাসে, হায় হায়।।
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে,
সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে, হায়।।
বারি-ঝরা বনের গন্ধ নিয়া
পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া।
আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
আকাশ ছেয়ে মনের কথা হারায়।।
আমার প্রিয়ার আঁচল দোলে
নিবিড় বনের শ্যামল উচ্ছাসে, হায়।। "
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতি/বর্ষা
গান শোনার/ডাউনলোডের লিংক: Click This Link
আম্রার কনা ভইনের এই বর্ষার গান্টা বিরাট ভালা পাই। ভিড্যু দেহেন-
শিরোনামহীনের এইটাও অনেক ভালা পাই-
বর্ষার ছবি: (সৌজন্যে- গুগল)
১. বর্ষা পূর্ণিমা (http://tinypic.com/view.php?pic=20jftcy&s=6)
২. বর্ষা
৩. বর্ষা নৃত্য
৪. বর্ষা নৃত্য-২
৫. বৃষ্টি কন্যা
৬. কদম্ব
৭. বৃষ্টি
৮. বর্ষায়...
৯. টি-শার্ট ডিজাইন টা পছন্দ হৈলে আওয়াজ দিয়েন...
ভলো থাকেন সবাই।
শুভ বর্ষা।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ দুপুর ১:৪৮