ব্লগের সাথে আইজকাইল সর্ম্পকটা কিরাম জানি 'ফস্কা গেরো' টাইপের হৈ গেছে রে..... ।




সেই দু:খে অনেকদিন পরে একটা জুক্সাইলাম । জেনারেল ফেনারেল হৈতার্লে মন্দ হয় না......


এইভাবেই ব্যাবহার করিস....!!!!
ইংরেজ শাসন আমলের রাজস্থানের মরুভুমিতে একটা দুর্গ। সেইখানে সেনাপতি হয়ে এসেছে জাত্যাভিমানী এক ইংরেজ যুবক। এসেই শুরু করছে হম্বি-তম্বি।


- " ওই হারামজাদারা, এই উট কিসের জন্য? "

একজন কাচুমাচুভাবে বলল - " আমরা তিন-চার মাস একটানা দুর্গে থাকি। এইখানে কোনো মেয়ে নাই। সৈনিকরা মাঝে মাঝে খুব একা বোধ করলে এই উট ব্যাবহার করে, স্যার। "

সেনাপতি ত bloody Indian দের কথা শুনে থ।



সে কড়া নির্দেশ দিলো যে এরপর কোনো নেটিভ হারামজাদা উট ব্যাবহার করলে তাকে ঝুলিয়ে পিটানো হবে। যাই হোক তার কড়া শাসনে দুর্গে নিয়ম-শৃংখলা ফিরে আসলো। সবাই সোজা। সব কিছু ঠিকমত চলছে। মাসের পর মাস যাচ্ছে।
এক সময় সেনাপতিরও একা একা লাগা শুরু করল।




কিছুক্ষন ধস্তা-ধস্তি হল। উটের চিৎকার শুনা গেল। এরপর সেনাপতি প্যান্টের চেইন লাগাতে লাগাতে বের হয়ে আসল। বড় বড় চোখ করে bloody Indian গুলো তাকিয়ে আছে।


এদের দিকে তাকিয়ে সেনাপতি বলল- "খারাপ না, তোরাও কি এইভাবেই উট ব্যাবহার করিস?"

- "না হুজুর। আমরা এইটাতে চড়ে মাইল দু'য়েক দুরের একটা শহরে যাই।"





(পুরান মাল এবং যথারীতি আন্ত:জাল হৈতে সংগৃহীত)
বি:দ্র: পাঠকের সুবিধার্থে নিম্নে কয়েকটি উট এর ছবি প্রকাশ করা হৈল-




এইডা ইস্পেশাল (ইফেক্ট)-
