যারা যারা ধুমাইয়া ছবি তুলতে ছিলা - এইবার একটু ক্ষান্ত দেও ....বহুত ফটো তুলছো-তুলা ছবি গুলার দিকে একবার তাকাও। ছবিগুলি কি তোমার পছন্দ হইছে ?
আসো এইবার কই ক্যামেরা কেমনে ধরতে হয় ?
বুঝতে পারছো বৎসগন ? বুদ্ধিমানদের জন্য এইটাই যথেষ্ট
আর একটা কতা কইয়া দেই ..... সেইটা হইলো রুল অফ থার্ড ..... যেই ছবি তুলবা তাতে অনুভুমিক এবং লম্বিক বরাবর তিনভাগে ভাগ করতে হইবো অনুভুমিক এবং লম্বিক লাইনগুলা যে জায়গায় ছেদ করছে ছবির সাবজেক্ট বা মূল বিষয়কে তার আসে পাশে রাইখ্যা ছবি তুললে ছবি সুন্দর হয়। সব সময় রুল অফ থার্ড মানতে হইবো তেমন কথা নাই তবে বেশীরভাগ ছবি এইভাবে তুললে ভাল হয়।
নীচের ছবি গুলা দেখ ...
কোন কোন ক্ষেত্রে সাবজেক্টকে ডায়েগোনালি সেটিং করলে ছবি সুন্দর হয় ও ছোট ফ্রেমে বড় সাবজেক্ট কভার করা যায়।
ক্যামেরাটা ঠিক মতো ধইরা আবার ফটো তুলা শুরু করো ........ কি কি ফটো তুলছে? মন্তব্য দিয়া দিও
পরের পর্ব