তথ্য প্রযুক্তিবিদ জোহা নিখোঁজ।
ব্যাংকের আভ্যন্তরীন সহায়তা ছাড়া যে এই রিজার্ভ সরানোর অপকর্ম সম্ভব নয়, তা সর্বপ্রথম বলেছিলেন তথ্য প্রযুক্তিবিদ জোহা।
ঠিক এরপর থেকেই ফেডারাল ব্যাংকের বিরুদ্ধে সরকারী খিস্তির মাত্রাও কমতে থাকে। সেই সাথে দৃশ্যপট পাল্টাতে প্রথমত পদত্যাগ করেন 'সততার নিদর্শন' আতিউর। এবং অপ্রত্যাশিত ভাবে জামায়াতের আমির নিজামির ফাঁসি রায় দেয়া হয়! ফলে এই রায়টির আগেই দৃশ্যত ট্রাইবুনালের অপরিহার্য অঙ্গ শাহবাগীরাও শাহবাগে বসতে পারেনি।
খবর বেরিয়ে আসার পর এতসব আয়োজন! তবুও একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কেন রিজার্ভ চুরির ঘটনা এক মাস ধরে গোপন করে রাখা হল? কেন জাতির সামনে গোপন করতে চাওয়া হল?
-প্রশ্নটির মাঝেই সব প্রেতাত্মার প্রাণ ভোমরা লুকিয়ে আছে।
সাম্প্রতিক ইতিহাস বলে,
তথ্য জানার কারনেই সাংবাদিক দম্পতী সাগর-রুনিকে হত্যা করা হয়। কাকের মত কা কা করেও জাতীয় প্রেস অঙ্গন নিজেদের পক্ষে কোন ফল পায়নি।
তথ্য জানার কারনে প্রকাশ্য ট্রাইবুনাল অঙ্গন থেকে গুম করা হয় সাইদীর স্বাক্ষী হতে চাওয়া ব্যাক্তি ও ঐ মামলার প্রধান স্বাক্ষী সুখরঞ্জন বালিকে। -পরে খুঁজে পাওয়া যায় ভারতে।
-সেই তথ্য জানার কারনেই আজ জোহা লাপাত্তা হয়ে গেলেন!
এর আগে ভিআইপি নিখোঁজের মাঝে বিএনপি নেতা সালাহউদ্দীনকেও পাওয়া গেছে ঐ ভারতেই।
বিশাল পরিমান বাংলাদেশী রিজার্ভ বিদেশের জুয়ার আসরে পাচার করার এক মাস অতিবাহিত হবার পরে ফিলিপাইনের মিডিয়ায় প্রকাশ হবার কারনে বাংলাদেশের মানুষ তথ্যটা জানতে পারলো! -তা না হলে??
এখন প্রশ্ন হল, বাংলাদেশের মানুষের কাছে আর কোন কোন তথ্য গোপন করে রাখা হয়েছে?
আমরা ইতিমধ্যে জানি যে, এই সরকারকে ক্ষমতায় রাখতে চূড়ান্ত মাত্রায় বদ্ধপরিকর ঐ পার্শ্ববর্তী ভারত।
এমনকি বিডিআর হত্যাকান্ডের সময় সীমান্তে ভারতীয় ফোর্স রেডি ছিলো হাসিনা সরকারকে রক্ষার উদ্দেশ্যে।
-আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে গণতান্ত্রিক ব্যবস্থাকে হত্যা করা ও দেশের বিরুদ্ধে সীমান্তে বিদেশী সৈন্য সমাবেশ করে ঐ ভারতই কি কোন জবাব দিয়ে রেখেছে?
ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির ঠিক কত মাস চলছে? -আজ এই প্রশ্ন জেগে ওঠা অত্যন্ত স্বাভাবিক।
সর্বগ্রাসী বিজেপির ক্ষমতাকালীন অবস্থায় জনগণ কি করে নিশ্চিত হতে পারেন যে, তারা এখনও স্বাধীন দেশের নাগরিক? এই সরকার কি বাংলাদেশ-ভারত এক হয়ে যাবার বিজেপীয় প্রপাগান্ডায় প্রতিবাদটুকুও করেছে?
"-কেন করেনি?"
ছবি-উইকিপিডিয়া
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬