বাইতে কি পারবি তরী,
ছিন্ন করে খেয়াল স্রোতের মায়া জাল...
ও তোর দৃষ্টি ফেরা সৃষ্টি মাঝে
এক আকাশ বাতাস বহে, উড়িয়ে দে তোর ছেড়া পাল ||
সবে তো নিঃস্ব শুরু অসীম মরু
চলতে চলতে ফুরায় না পথ,
ক্লান্ত হয়ে শ্রান্ত শরীর
থামাস না তোর নব্য গড়া বিজয় রথ ||
প্রান পেয়ালা শূন্য ডালা
পুর্ন হবে হৃদয় খরা শেষ বিকালে লাল আভা,
জীবে জীবন সয়ে উনুন
দেহ কোষে ছড়ায় প্রভা....||
সত্য সৎ এ চেনে লোকে
জয়ীতে মুগ্ধ চেতনায় চেনা মুখ,
আত্মায় গড়া আত্মীয় বাড়ে
তিক্ত শরীরে মিষ্টি ফোটায় বেসুরো সুখ..||
_____পলাশ, রাজশাহী [ ২৯/০৫/২০১৬ ]
_________________________________
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ১:৪১