♦ সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা কতটা যৌক্তিক তা জানি না...
মুক্তমনা ব্লগে স্বাধীন চেতনা উদ্ভুদ্য হয়ে নিজের মত প্রকাশ করে থাকেন অনেকে...
প্রশ্ন হলো ইসলাম সম্পর্কে তাকে কতটা জানানো হয়েছিল..? তাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল কি না...?
♦ উপরোক্ত কাজগুলো করা হয়েছিল কি না জানি না...
তবে সারা বিশ্বের বহু বিধর্মী ইসলাম বিদ্দেষি মানুষ পরবর্তীতে ইসলাম গ্রহন করেছেন এমন নজির আমরা আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (সাঃ) এর সময় থেকে এখন পর্যন্ত দেখে আসছি ।
♦সেক্ষেত্রে মুক্তমনা ব্লগের লেখক অনন্ত বিজয় দাস কে কি ইসলামের আলোতে ফিরিয়ে আনা সম্ভব ছিল না...!!
যদি সম্ভব না হয়, তবে আমি ইসলামের আইন কে পরিপূর্ন রূপে বিশ্বাস এবং শ্রদ্ধা করি.। কারণ ইসলামই পৃথিবীর একমাত্র সর্বোৎকৃষ্ট ধর্ম.. যা মহান আল্লাহর নৈকট্য লাভে শ্রেষ্ট.।
♦ আমি নিতান্তই অভিব্যক্তি প্রকাশে পক্ষপাত দুষ্ট নয়.।
♦ অতীতের কলংকিত জীবন থেকে ইসলামের পথে এসে এখনও অনেক মানুষকে প্রান দিতে হয় যা কখনই আমার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠে নি.।
♦ বাংলাদেশ ক্রিকেট টীম কে সাপোর্ট করি বলে ইন্ডিয়ার ভিরাট কহলী কিংবা পাকিস্তানের ইউনুস খান আমার কাছে কখনও খারাপ মনে হয়নি...
ওরাও আমাদের পাশাপাশি খুব সুন্দর খেলে.....
__________________________________________