✿●════════●✿●════════●✿
আমি শেষ বেলার এক ক্লান্ত পাখি...
আমি ছোট্ট নীড়ে ছেটা ফোটা গোধূলি মাখি ....
আমি এসেছিলেম... বর্ষাঘন মেঘ নূপূর সংগী করে...
দিয়ে গেলাম.. শ্রাবন ধারা... কিছু অবকাস কিছু অশ্রুধারা,
জীবন যাত্রায় থেমে নেই মেঘ বৃষ্টির জলধারা,
কান্না হাসি ভীরু লাজ, নিভৃতে নিরালায় মিটিমিটি তারা,
জ্বলব বলে এসে দেখি আমার আলো ছন্নছাড়া...
আমি শূন্য নই, পেয়েছি তো কিছু , দিয়ে গেলাম
অল্প কিছু , জ্বলবো দেখ... বেশি নয়.. অল্প কিছু ,
পথহারা আমি , আমি এটুকুতেই পাগল পারা ,
হবো আমি জোছনাহীন রাতের আকাশ তারা....
সূর্য নয়, চাঁদও নয়,
হবো আমি জোছনাহীন রাতের মিটিমিটি তারা ||
✿●════════●✿●════════●✿
_____ পলাশ রাজ ( ০৩-শূন্য নয় - ২০১৪ )