✿●════════●✿●════════●✿
হারানো অতীত আপন হয়ে রয় কারো কারো,
পিছু টানে বাঁধা আঁচল সরিয়ে স্বাধীনতায় কেতন বারো...
নিশিপ্রাতে জীবন মোহনায় ক্ষরস্রোতা নদী তীরে যে কুল ভেঙে যায় নিরবধি,
দূর দিগন্তে ভেসে আসা মাঝি, তুমি কি বুঝিবে সে কুল ভাঙা চিড়ে বুকের ব্যাথা..!!
এসে গেয়ে চলে যাও, আছড়ে পড়া কুলের ধারা,
ঢেউ খেয়ে দুলে যাও....
নদীর বুকে চলছো পথিক, পথের খোরাক পথেই নাও...!!
বুঝবে সেদিন, যেদিন বুকে পড়বে চর,
ঘাস ফুটবে, কাশ দুলবে, চড়বে কত শকুন বক ||
✿●════════●✿●════════●✿
২৫-০৮-২০১৪ ইং, পলাশ রাজ