সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান । যা মুসলিম বিশ্বে অত্যন্ত তাৎপর্যপুর্ন । পরীক্ষার কারনে অনেক পরীক্ষার্থীর সিয়াম সাধনা করা অত্যন্ত দূর্বিসহ হয়ে উঠে । যা ইসলামিক চেতনাবোধ থেকে ছিটকে ফেলে দেয় বাড়ন্ত বয়সে । অংকুরেই ইসলামি মনোভাব অনেকাংশে হুমকির সম্মুখীন হয় যা সত্যিই দুঃখজনক ।
ক্ষমতাবান প্রভাবশালী নেতা এবং শিক্ষিত সমাজের কাছে জানতে চাই রমজান মাস সকলের জন্য গুরুত্বপুর্ন এ মাসে পরীক্ষা নেওয়ার যুক্তিকতা কতটুকু ???
যে মাসে ছোট বড় সকলেই ইসলামীক চেতনায় উদ্ভুদ্য হওয়ার কথা, নিজের আমলকে এগিয়ে নেওয়ার সর্বোৎকৃষ্ট সময়ে পরীক্ষা গ্রহন বন্ধ করুন ।
আপনারা ইসলামিক দৃষ্টিভঙ্গি রক্ষায় এগিয়ে আসুন । সকলে রমজান মাসে পরীক্ষা বন্ধের জন্য নিজ নিজ অবস্থান থেকে সৌচ্চার হউন ।
নিশ্চয় আল্লাহ্ সৎ কাজের সংগে এবং খারাপ কাজের বিরুদ্ধে অবস্থান করেন ।
আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সফলতার চাবিকাঠি ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::