ছোটবেলায় প্রায় সবাই কিছু বাণী পড়তাম অথবা মুখস্থ করানো হতো,তন্মধ্যে একটি
" বড় যদি হতে চাও , ছোট হও তবে " ।
দিন বদলের ডাক দিয়ে অনেক কিছুতে পরিবর্তন আনা হচ্ছে।
তো উপরোক্ত বাণীর কিছু পরিবর্তন আনার প্রস্তাবনা বা আর্জি পেশ করছি।
সংসধনী প্রস্তাবনা সমুহঃ -
১। বড় যদি হতে চাও , ছোটলোক হও তবে।
২। ছোটলোক যদি হতে চাও, মন্ত্রী এমপি হও তবে।
৩। মন্ত্রী এমপি যদি হতে চাও, কুত্তা পুষো তবে।
৪। কুত্তা যদি হতে চাও চামার হও তবে।
পর্যায়ক্রমে পড়ায়, সারাংশ এককেন্দ্রিক হয়ে যেতে পারে , বিক্ষিপ্ত ভাবে পড়লে সম্ভবত বিক্ষিপ্ত প্রয়োগও করা যাবে।
যদিও জানা নেই বানীটির রূপকার বেঁচে আছেন না মৃত।
• আজ রাজনৈতিক প্রেক্ষাপট সত্তিই এমটা কুলসিত। যা এমন রাজনৈতিক অংগন কোন সভ্য জাতির প্রত্যাশা নয়।
নিম গাছ লাগিয়ে, আঙুর ফল চাওয়াটা নিতান্তই জ্ঞানহীনতার কাজ।
° আজ চাকরির জন্য আমাদের মন্ত্রী এমপিদের দ্বারে দ্বারে টাকার বিনিময়ে, ভিক্ষাবৃত্তির ন্যায় চাকরি চাইতে হয়।
হারাম বিসর্জনে, হারাম উপার্জন দিয়ে হারামী হওয়া যায়, ভালো মানুষ নয়।
মেধা যাচায়ে চাকরি দিন, তাতে পিয়নের পদ পেলেও তৃপ্ত থাকবো । অন্তত পবিত্র রক্তে বেঁচে থাকার কিছুটা প্রয়াশ থেকে যাবে।
ব্লগে আমি নতুন । সবে মাত্র অনার্স মাষ্টার্স করে বেকার । প্রতিবাদের তীব্রতায় কিছু অশ্লীল ভাষার প্রয়োগ করেছি ।
ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
::::::::::::::::::::::::::::::::::::::::::
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৪ বিকাল ৫:৫০