মৃতের প্রতি শ্রদ্ধা জানানোর বেস্ট রাস্তা তার জানাজার নামাজে হাজির হওয়া, শহীদ মিনারে তাকে ডিসপ্লে দেয়া নয়, নয় তার কফিনে/কবরে ফুলের তোড়া দেয়া, নয় বেহুদা নীরবে এক মিনিট কোথাও দাড়িয়ে থাকা!
মরহুমের প্রতি ভালবাসা দেখানোর আরো ক'টি রাস্তা হল- তার রেখে যাওয়া ঋন পরিশোধের ব্যবস্থা করা, তার কাছে দেনা থাকলে পরিবারকে জানানো/ফেরৎ দেয়া, এতিম বাচ্চাদের, অসহায় স্ত্রীকে সাধ্যমত সাপোর্ট দেয়া, নাগরিক শোক সভার আয়োজন করে টিভিতে ফুটেজ পাঠানো নয়!
হালে বেহুদা কাজ গুলোই ফ্যাশনে পরিণত হয়েছে। আর এ ফ্যাশনের প্রথম ক্যাঁচাল হতে যাচ্ছে পিয়াস করিমের নিথর পচনশীল দেহ। তার নিস্তব্ধ দেহটিকেও আওয়ামীলীগ সরকার শক্ত প্রতিপক্ষ মনে করছে!!!!