সৈয়দ আশরাফ: আমরা তো গায়ের জোরে, বন্ধুকের মুখে, ফরমান দিয়ে সংবিধান চেন্জ করিনি। আমাদের দুই-তৃতীয়াংশ মেজরিটি ছিল। রাইট আছে সংবিধান বদলানোর। তাই করেছি মাত্র।
অ-সৈয়দ আতরাফ: রুটি, রুজি, চলাচল, ন্যায়বিচার, আইনের সমতা, কথা, লেখা, সংগঠন ইত্যাদির ন্যায় "ভোটাধিকার" মৌলিক অধিকার। এটা সাংবিধানিক অধিকার নয়, আইনানুগ অধিকারতো নয়ই। ৫১% এর জোরে আইন বদলানো যায়, ৬৭% এর জোরে সাংবিধানিক পরিবর্তন আনা যায় কিন্তু ১০০% এর জোরেও মৌলিক অধিকার রদ বা পাল্টানো যায়না। যেমন- কারো নাম আশরাফ, বিএনপি ৩০০ আসনে জিতে সংবিধানে এ কথা ঢুকিয়ে দিতে পারেনা যে তার নাম আতরাফ!