চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি মিনি পতিতালয় আবিষ্কার করেছে র্যাব। স্থানীয় যুবলীগ নেতা ফেরদৌস খোকন দীর্ঘদিন হোটেল ব্যবসার আড়ালে পতিতালয় চালিয়ে আসছিল পুলিশের ছত্রছায়ায়। আজ বুধবার বিকেলে পাহাড়তলী থানার কর্নেলহাট নিউ মনসুরাবাদ এলাকার হোটেল স্টার মার্কে এ অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২৯ ব্যক্তিকে আটক করেছে র্যাব। এক স্কুল ছাত্রীকে অপহরণ করে হোটেলে জোর করে অসামাজিক কার্যকলাপে বাধ্য করার অভিযোগ পেয়ে র্যাব অভিযান চালাতে গিয়ে মিনি পতিতালয়টি আবিষ্কার করে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবলীগ নেতা ফেরদৌস খোকন তার পারিবারিক প্রতিষ্ঠান স্টার মার্ক পরিচালনা করে আসছিল। আবাসিক হোটেলের আবরণে সে সেখানে একটি মিনি পতিতালয় গড়ে তোলে। বিষয়টি বিভিন্ন সময় পুলিশকে অভিযোগ করলেও তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ যুবলীগ নেতার প্রভাব আরো বেড়ে যায়। ফলে অসামাজিক কার্যকলাপ প্রকাশ্যে চালালেও পুলিশ কিছু করতে অপারগতা জানায়। অভিযোগ রয়েছে, এ যুবলীগ নেতার তত্ত্বাবধানে পাশাপাশি আরো দুটি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলেও অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, স্থানীয় একটি স্কুলের ১৩ বছরের এক ছাত্রীকে তুলে এনে হোটেল কক্ষে নির্যাতন চালানোর ঘটনায় তার অভিভাবক র্যাব-৭ এ অভিযোগ করলে এ মিনি পতিতালয়ের সন্ধান পাওয়া যায়।
দেশে কি ব্যবসা সব তোরাই করবিরে অমানুষের বাচ্ছা। নিজের মা-বোন-বউরেও নামায়া দে।
View this link
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৯