সারাদেশব্যাপী সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে মিরপুর ১০নং গোলচত্ত্বর এলাকা। ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজধানীর মগবাজারে যানবাহন ছিল হাতে গোনার মত। ছবি: নয়ন কুমার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সারাদেশে সরকারের দলীয় পুলিশের বাধা আর নানা হুমকী ধমকী স্বত্বেও অভুতপুর্ব হরতাল পালিত হচ্ছে। যা বিএনপির ডাকা এর আগের হরতালের পুরো বিপরীত। হরতালের সপক্ষে সারাদেশে ব্যাপক পিকেটিং যেমন হচ্ছে তেমনি সাধারণ মানুষও হরতালে সমর্থন দিয়েছে। খোদ রাজধানীতেই বিভিন্ন স্থানে হরতালকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ এবং গ্রেফতার চলছে। মিরপুর,পল্টন,মোহাম্মদপুর,কাকরাইল,লালবাগ এলাকায় হড়তালের স্বপক্ষে ব্যাপক মিছিল মিটিং আর পিকেটিং লক্ষ্যনীয় ছিল। ঢাকা-চট্টগ্রামের নারায়নগন্জ অংশ ফজরের পর থেকে অবরোধ করে রেখেছে হরতালকারীরা। চট্টগ্রামের হাঠহাজারীতে হাজার হাজার ছাত্র গ্রেফতারকৃতদের মুক্ত করতে থানা অভিমুখে যাত্রা করলে পুলিশ অবস্থার অবনতি আশংকায় তাদের ছেড়ে দেয়। কক্সবাজারে পুলিশ-ছাত্র মারামারীতে আহত হয়েছে পুলিশ সহ ৫০ জন। ফরিদপুরে পুলিশকে ধাওয়া দিয়ে তাদের ভ্যানে আগুন দেই হরতালকারিরা। শত শত হরতালকারীর নিয়ন্ত্রণ চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের অলিগলি। হাইওয়ে রোড, রেল ও গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে বিপুল সংখ্যক হরতালকারী ভোর ৫টা থেকেই অবস্থান নেয়। তবে কোনরূপ প্রতিবাদ বিক্ষোভ, মিছিল ছাড়াই লোকজন কাফনের কাপড় ও পবিত্র কোরআন শরীফ নিয়ে সড়কগুলোতে অবস্থান নেয়। অনেকে মাদুর, পেপার বিছিয়ে স্বর্তফূর্তভাবে সড়কগুলোতে বসে। সকাল সাড়ে ৮টা নাগাদ শহরে শুধু মানুষ আর মানুষ দেখা যায়। সেই সাথে চলছে ব্যাপক পুলিশ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল। ইতিপূর্বে স্থানীয় সংসদ সদস্য র, আ, ম, উবায়দুল মোক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল প্রতিরোধের ঘোষণা দিলেও সকাল নাগাদ আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী কেউই রাজপথে আসেনি। হরতালকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও অবরোধ করে রেখেছে। মানিকগঞ্জে কাফনের কাপড় পরে, বুকে কোরআন ঝুলিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এভাবে সারাদেশেই সংঘর্ষ আর স্বত:স্পুর্ত ভাবে পালিত হচ্ছে আজকের হরতাল।
সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজধানীর খিলগাঁ ফ্লাইওভারে যান চলাচল ছিল না বললেই চলে। ছবি: নয়ন কুমার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হরতালকারিরা রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বসে থাকে। ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হরতাল চলাকালে রাজধানীতে পুলিশি অ্যাকশন। ছবি: রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম